রাজনীতি

‘বিজেপি সঙ্গে কোনও কম্প্রোমাইজ নয়’, সাফ জানালেন মমতা

"There is no compromise with BJP", Mamata clarified

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি ইডি দিল্লিতে ডেকে পাঠায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। দলের এমন নেতাদের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে সাফ জানালেন, ইডি বা সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই। ভোটের আগে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তৎপরতার বিরুদ্ধে সরব হন মমতা। একাধিকবার দলের তরফে বলা হয়েছে, তৃণমূলকে বেকায়দায় ফেলার জন্য  ইডি বা সিবিআইয়ের মতো সংস্থা বারবার দলের নেতাদের তলব করছে। তবে তলব করলেই হাজিরা দিতে হবে এমনটা নয়। সেই নেতাদের পাশে দাঁড়িয়ে মমতার বক্তব্য, আপাতত হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। ভোটের পর হাজিরা দিলেই হবে।

শারীরিক অসুস্থতা শেষে রবিবার থেকে অনুষ্ঠানিক ভাবে কৃষ্ণনগরের মহুয়া মৈত্রর সমর্থনে সভা করে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগরের ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে ভিড় উপচে পড়েছিল। মমতা কী বলে তা শোনার জন্য আসেন হাজার হাজার মানুষ। প্রচারের প্রথমদিন বেশ চড়া সুরে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধায়। একাধিক ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেন তিনি। প্রথম দিনের সভায় তিনি বুঝিয়ে দেন, প্রচারের ময়দান এবার তেতে উঠতে চলেছে।weather update,

এদিন কৃষ্ণনগরের সভা থেকে বাংলায় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে তোপ দাগেন মমতা। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘অত ভয় পাওয়ার দরকার নেই। কাউকে ইডি বা সিবিআই চিঠি দিলে উত্তর দিয়ে দিন, ‘এখন ভোটে ব্যস্ত আছি। ভোটের পরে দেখা যাবে’।’ বিরোধীদের চাপে ফেলতেই ভোটের মুখে বারবার এই ভাবে তলব করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রথম সভা থেকে এদিন সেই কথাটি আবারও বললেন মমতা।

Related Articles