কলকাতারাজনীতি

তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান! গর্জে  উঠলো সুশীল সমাজ

Sushil Samaj on Tmc

The Truth of Bengal: বাম অপশাসনের হাত থেকে বাংলা কে বাঁচাতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন চেয়েছিল বাংলার জনগণ। ২০১১ সালে বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর এ রাজ্যে পিছিয়ে পড়া ১১ টি জেলাকে উন্নয়নের আলোয় নিয়ে এসেছেন তিনি। যে পিছিয়ে পড়া পুরুলিয়া জেলা অনুন্নয়নের শীর্ষে ছিল। সেই পুরুলিয়ার মানুষ আজ উন্নয়নের সাক্ষী।

অশান্ত জঙ্গলমহল আজ মাওবাদী মুক্ত। দীর্ঘ 12 বছরে তৃণমূল সরকার ঘোল বদলে দিয়েছে এই বাংলার। গ্রাম থেকে শহর বদলেছে তার চেহারা। সরকারের জনকল্যানমুখী প্রকল্পে উপকৃত বাংলার জনগণ। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ঢাল হয়ে দাঁড়াচ্ছে বিরোধী শিবির। কুৎসা অপপ্রচারের মধ্যে দিয়ে সরকারকে অপদস্ত করার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী শিবির গুলি। এই পরিস্থিতিতে ১২ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে, গর্জে উঠলেন সুশীল সমাজ।

শিক্ষা- সংস্কৃতি, চিকিৎসা ব্যবস্থা থেকে অভিনয় জগত আমূল পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। হাল ফিরেছে শহর থেকে গ্রামের হাসপাতাল গুলিতে। তাই সরকারকে কালিমালিপ্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রোখা যে সম্ভব নয় তা কার্যত স্পষ্ট করলো সুশীল সমাজ।

Related Articles