রাজভবনের ‘পিস রুম’ থেকে বিরোধীদের প্রচার, বিস্ফোরক অভিযোগ কুণালের
Opposition campaigning from Raj Bhavan's 'Peace Room', Kunal's explosive allegations

Truth Of Bengal:রাজভবনের ‘পিস রুম’ থেকে বিরোধীদের প্রচার চলছে। আগেও এই অভিযোগ ছিল। এবার ভোট চলাকালীন রাজভবনের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সকাল থেকে তিন কেন্দ্রে ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে থাকে। তৃণমূল মূলত বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে। এবার রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ।
এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনও ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তৃণমূলের প্রতিবাদে।‘
ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে @AITCofficial বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 19, 2024