
The Truth of Bengal, উজ্জ্বল দাশগুপ্ত, পশ্চিম বর্ধমান : তীব্র দাবদাহকে উপেক্ষা করে রবিবার ভরদুপুরে বিজেপির ন্যাশানাল এক্সিকিউটিভ মেম্বার মিঠুন চক্রবর্তী আসানসোল লোক সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে একটি রোড শো তে অংশগ্রহণ করেন। এদিন এই রোড শো টি আসানসোলের বুধা মাঠ হতে এসবি গড়াই রোড হয়ে মহিশীলা কলোনির বটতলা বাজারে গিয়ে শেষ হয়। যেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিন এই রোড শো বেলা দশটা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও বলিউড ও টলিউড খ্যাত চিত্রাভিনেত্রা মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার প্রায় দুপুর ১২ টা নাগাদ বুধা মাঠে উপস্থিত হয়। যেখানে বিজেপির জেলা নেতৃত্ব তাকে উত্তরীয় ও মালা পরিয়ে স্বাগত জানান। এরপর রোদ ও গরম থেকে বাঁচতে অস্থায়ী ছাউনি যুক্ত ম্যাটাডোরে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে নিয়ে প্রচার তথা রোড শো শুরু করেন মিঠুন চক্রবর্তী।
এই রোড শো শেষ হয় আসানসোলের মহিশীলার বটতলা বাজার অঞ্চলে পৌঁছে। পথে আসানসোলের হটনরোড ইসমাইল অঞ্চলে পৌঁছে পথচলতি কর্মী সমর্থকদের জন্যে দশ মিনিটের এক জলপানের বিরতি ঘোষণা করা হয়। তবে এদিন মিঠুন চক্রবর্তীর রোড শো কে ঘিরে যাতে কোনো প্রকার অশান্তি ছড়িয়ে পড়তে না পারে তার জন্যে গোটা রাস্তাই স্বশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। একই সাথে মিঠুনের এই রোড শো তে কেন্দ্রীয় বাহিনীকেও রোড শো এর গাড়ি ঘিরে থাকতে দেখা যায়। যদিও এরই মধ্যে পথ চলতি মানুষ ও সহযাত্রীদের সাথে হাত মেলান মিঠুন চক্রবর্তী ও প্রার্থী। পাশাপাশি বাড়ির ছাদ ও বহুতলের মাথায় যারা দাঁড়িয়েছিলেন তাদের ও নমস্কারের মাধ্যমে অভিবাদন কুড়োতে দেখা যায় মিঠুন চক্রবর্তী কে।