রাজনীতি

স্পেন সফর শেষে এবার মরু শহরে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata In Dubai

The Truth of Bengal: স্পেন থেকে বৃহস্পতিবার সকালে দুবাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে স্পেনের পর দুবাইয়েও শিল্পপতিদের সঙ্গে বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। বেশ কয়েকটি বিখ্যাত শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। দুবাইয়ে বাণিজ্য সম্মেলনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী।বুধবার স্পেন থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে মরু শহরে দুবাইয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মূল কর্মসূচি আছে শুক্রবার। তার আগে এদিন দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া রাজ্যের প্রতিনিধি দলের।

নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দুবাইয়ের এই দুটি বাণিজ্যক্ষেত্র বিরাট গুরুত্বপূর্ণ। ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। এই রাজ্যে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে চাইছে সরকার। তাই দুবাইয়ের ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শন করে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে।শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরপর বেশ কয়েকটি বিখ্যাত শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠকের কথা আছে মুখ্যমন্ত্রীর। দুবাইয়ের শিল্পসংস্থা লু লু গ্রুপের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। দুবাই সহ গোটা বিশ্বে লু লু শিল্পগোষ্ঠী বিরাট বড় নাম হিসেবে পরিচিত।

বাণিজ্য সম্মেলনের পাশাপাশি প্রবাসী দুবাইয়ের ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। তাঁদের সঙ্গে আচাপচারিতা করবেন। স্পেন সফরে রাজ্যের জন্য বেশকিছু লগ্নিপ্রস্তাব পেয়েছে রাজ্য। স্পেনের লা লিগা কর্তৃপক্ষ বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরির কথা বলেছে। খুব শীঘ্রই তাঁদের একটি প্রতিনিধি দল আসবে রাজ্যে। একটি স্টেডিয়াম গড়া হবে লা লিগার জন্য। লগ্নিপ্রস্তাবে মুখ্যমন্ত্রীর স্পেন সফরকে অত্যন্ত ইতিবাচক হয়েছে। মুখ্যমন্ত্রীর শিল্পসফরের দ্বিতীয় অধ্যায় দুবাইতে মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী রাজ্যের শিল্পমহল। দুবাইয়ে বাণিজ্য সম্মেলন শেষে দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী।

Related Articles