
The Truth of Bengal: রণক্ষেত্রে একটা প্রাচীন প্রবাদ রয়েছে, বিরোধী শক্তিকে কখনও ছোট ভাবতে নেই। বিজেপি এখন সেটাই ভাবতে শুরু করেছে, এমনটাই মত, বিজেপি বিরোধী দলগুলির। পাটনায় বিরোধীদের বৈঠকের পর ফটোশেসন বৈঠক বলে কটাক্ষ করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।
কিন্তু মহাজোটের দ্বিতীয় দফার বৈঠকে ২৬টি দল অংশ নেওয়ায় স্পষ্ট ইঙ্গিত মিলল, কীভাবে শক্তিসঞ্জয় করছে বিরোধীরা। আর এই শক্তিই যে আগামী দিনে কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত করবে তারা সরাসরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের মঞ্চেও তিনি কেন্দ্রের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, প্রতিহিংসা চরিতার্থ করতে, কেন্দ্র ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে। এদিনের বৈঠকের পর, নিজেদের মতামত প্রকাশ করেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁরা আশাবাদী দেশ বাঁচাতে আগামী দিনে এই নয়া জোট ইন্ডিয়া বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করবে।