রাজনীতি
Trending

বাংলো ছাড়তে বলায় ক্ষুব্ধ মহুয়া, আদালতের দ্বারস্থ বহিষ্কৃত সাংসদ……

Mahua Maitra, the expelled MP, has been ordered to vacate the bungalow

The Truth Of Bengal: বাংলো ছাড়ার নির্দেশ এবার মহুয়া মৈত্রকে। সাংসদ পদ খারিজের পর মামলা চলছে দিল্লি হাইকোর্টে। তারই মাঝে এবার বাংলো ছাড়ার কোথা বলা হয়েছে মহুয়াকে।

তবে, মহুয়া মৈত্র এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। গাজোয়ারির অভিযোগ করে আদালতে গেলেন মহুয়া। সংসদের আবাসন কমিটি বাংলো ছাড়তে বলেছে ঠিকই তবে এক্ষেত্রে মহুয়ার প্রশ্ন, বহিষ্কার নিয়ে মামলা চলছে সুপ্রিমকোর্টে ,সেই মামলার শুনানি শেষ হওয়ার আগে কেন বাংলা ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে ?

ক্যাশ ফর কোয়ারি কেসের পর মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের দাবি ওঠে। ধ্বনিভোটে খারিজ হয় সাংসদ পদ।সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। তারপর থেকে এক জোট হয়ে প্রতিবাদে নামে সাংসদরা।মহুয়ার দায়ের করা মামলার শুনানি আগামী মঙ্গলবার।

Free Access

Related Articles