রাজনীতিরাজ্যের খবর

Lok Sabha Election 2024: দলের ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরলেন রুদ্রনীল, কিন্তু কেন?

Lok Sabha Election 2024: Sarlen Rudranil from 77 WhatsApp groups of the party, but why?

The Truth Of Bengal: দোলের দিনই বিজেপি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন অভিমানী রুদ্রনীল ঘোষ। কিন্তু আশা হারাননি তিনি।

এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় স্থান পাননি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ইতিমধ্যেই চারটি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে, কিন্তু ওই চারটির কোন একটিতেও কী সুযোগ নিবি রুদ্রনীলের। সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে সূত্রের খবর, রুদ্রনীল ঘোষ প্রার্থী হওয়ার প্রত্যাশা করেছিলেন। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিজেপি নেতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিপক্ষ হিসেবে প্রার্থী হতে রাজি ছিলেন তিনি। তবে এমতাবস্থায় রাজ্যের গেরুয়া শিবির রুদ্রনীল এর ওপর আস্থা রাখবে কিনা সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন রুদ্রনীল। কিন্তু তিনি পরাজিত হন। তবে এবার বিজেপি নেতা ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে। রুদ্রনীলের অনুগামীদের দাবি, বিজেপির দুদিনের সঙ্গী এই রুদ্রনীল। তবে এখনো পর্যন্ত গেরুয়া শিবির কোন কেন্দ্র থেকে রুদ্রনীল কে প্রার্থী হিসেবে ঘোষণা করেননি। এই মত অবস্থায় প্রার্থী তালিকায় নাম না থাকায় কি তিনি অভিমানী হয়েছেন? ইতিমধ্যে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। ৭০ এর বেশি whatsapp গ্রুপ ত্যাগ ট্যাগ করার পরই রাজনৈতিক মহলে জল্পনা একেবারেই তুঙ্গে। এক এখনো চারটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা বাকি রয়েছে। বিজেপির ওই বাকি চার কেন্দ্রের কোন একটি থেকেই রুদ্রনীলের সুযোগ মিলবে? সময় তার জবাব দেবে।

Related Articles