লালবাজারে তলব বিজেপির পাঁচ বিধায়ক! জাতীয় সঙ্গীত অবমাননার প্রেক্ষিতে মামলা দায়ের…
Five MLAs Of BJP Have Been Summoned To Lalbazar

The Truth Of Bengal: আগামী ৪ ডিসেম্বর লালবাজারে তলব বিজেপির পাঁচ বিধায়ককে।পাঁচ বিধায়ক হলেন শংকর ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন ও মনোজ টিগ্গা।বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায়, বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের।
বুধবারের পর ফের বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ। জানা যায়, বিধানসভা চত্বরে তৃণমূল বিধায়কদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেয় বিজেপি। তারস্বরে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান পরিষদীয়মন্ত্রী। দ্বিতীয় দিনে ৭ বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করা হয়। প্রথমদিনে ১২ বিজেপি বিধায়কের নামে FIR দায়ের হয়।
৫ বিজেপি বিধায়ককে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছে শংকর ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন ও মনোজ টিগ্গা।
বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায়, বিজেপি বিধায়কের বিরুধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা এফ আই আর আগামীকাল তদন্ত ভার নিতে চলেছে লালবাজারের গোয়েন্দা শাখা। এই মামলা হেয়ার স্ট্রিট থানার হাতেই থাকছে।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে লালবাজারের তরফ থেকে।Crpc 41 ধারা অনুযায়ী ১২ জন বিজেপি বিধায়কদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হতে পারে বলেই লালবাজার সূত্রে খবর।
এফআইআর এ আরও এক বিজেপি বিধায়কের নাম দেওয়া রয়েছে (শুভেন্দু অধিকারী) । যেহেতু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ রয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোন পুলিশি ব্যবস্থা নিতে গেলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে হবে পুলিশকে এবং অনুমতি নিতে হবে।সেই কারণে লালবাজারে তরফ থেকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে।
Free Access