রাজনীতি

ভোট নিয়ে সচেতনতা শিবির জেলা শাসক দফতরে

Election awareness camp at district administration office

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার বীরভূম জেলাশাসক দফতের ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট প্রদান করা হবে সেই নিয়ে সচেতন বার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হল। এদিন মানুষকে সচেতন করার জন্য বীরভূম জেলাশাসক নিজেই প্রতীকি ইভিএম এ ভোট দিয়ে মানুষের সামনে তুলে ধরেন।

এর পাশাপাশি একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় যেটি বীরভূমের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে ঘুরে বেড়াবে মানুষকে ভোট দানের জন্য উদ্বুদ্ধ করে তুলতে।

যাতে কেউ ভোট দানের সময় অসুবিধায় না পড়েন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং সেই মতো বীরভূম জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে সেই কাজ শুরু করে দিল।

 

FREE ACCESS

Related Articles