নির্বিঘ্নে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন! প্রেস্টিজ ফাইটে শাসক-বিরোধী
Dhupguri Byelection 2023

The Truth of Bengal: কোনও রকম অশান্তি ছাড়াই নির্বিঘ্নে শেষ হল ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। বিজেপি বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। বিজেপির কাছে চ্যালেঞ্জ আসনটি নিজেদের দখলে রাখা। অন্যদিকে, শাসক তৃণমূল চাইছে আসনটি নিজেদের দখলে নিতে। লড়াইয়ে আছেন বাম প্রার্থীও। ত্রিমুখী লড়াইয়ে শেষপর্যন্ত জয় মিলবে কোনও দলের তা জানা যাবে আগামী ৮ সেপ্টেম্বর। পঞ্চায়েত ভোটের পর উপ-নির্বাচন। রাজ্যের একটি কেন্দ্রের উপ-নির্বাচন হলেও রাজ্যবাসী তাকিয়ে ধূপগুড়ির দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি বিধানসভার উপ নির্বাচন হলেও আসলে এটি লোকসভার আগে বড় অ্যাসিড টেস্ট। সব দল এই পরীক্ষায় পাশ করতে চাইবে। তাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি উভয়ের কাছেই কার্যত প্রেস্টিজ ফাইট এই উপনির্বাচন।
কোনও রকম হিংসা এড়াতে প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এই উপ-নির্বাচনে। কড়া নিরাপত্তায় সকাল থেকে ভোট শুরু হয়। ভোট নেওয়া হয় ধূপগুড়ি বিধানসভার মোট ২৬০টি বুথে। গত ২৬ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। বিধায়কের মৃত্যুতে খালি হওয়ায় জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গড় রক্ষার লড়াইয়ে ধূপগুড়িতে বিজেপি প্রার্থী করে তাপস রায়-কে। সেখানে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেসের সমর্থনে ধূপগুড়িতে বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। সকাল থেকে সব দলের প্রার্থী ঘুরতে থাকেন বুথে বুথে। একটি বুথে বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার বিরুদ্ধে। কেন বুথের পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী।
তার পর তাঁর সঙ্গে তর্কাকর্কিতে জড়িয়ে পড়েন ওই পুলিশ সুপার। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা বিজেপি প্রার্থীকে আইনের পাঠ শেখান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া। ধুপগুড়ি উপনির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা সাত৷ এর মধ্যে পুরুষ পাঁচজন ও দু’জন। তবে মূল লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে৷ আসনটি ধরে রাখতে মরিয়া বিজেপি। আবার জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপায় তৃণমূল কংগ্রেসও। ভাল ফলের আশায় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীও। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় এই কেন্দ্রে হারিয়েছিলেন তৃণমূলের সেই সময়ের বিধায়ক মিতালি রায়কে। তবে এবার লড়াইয়ে প্রচারে বাকিদের টেক্কা দিয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন বড় ফ্যাক্টর সব দলের কাছে।