রাজনীতি

কংগ্রেসের ইস্তেহারে মমতার লক্ষ্মীর ভান্ডারের অনুকরণ, ক্ষমতায় এলে কংগ্রেস চালু করবে মহালক্ষ্মী প্রকল্প

Congress released its election manifesto for the Lok Sabha polls

The Truth Of Bengal: বাংলার মডেলকে নকল করেছে বিজেপি।মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহলক্ষ্মীদের হাতে নগদ পৌঁছে দেওয়ার প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে কার্যকর হচ্ছে। খয়রাতি রাজনীতি বলে কটাক্ষ করা বিজেপি নিজেদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডারকে অন্যনামে চালাচ্ছে।

মধ্যপ্রদেশে লাডলি বহেনা যোজনা বিজেপিকে ডিভিডেন্ডও দিয়েছে।এবার এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে মহালক্ষ্মী প্রকল্প লাগু করার কথা দিল।

মঙ্গলবার কংগ্রেসের তরফে লোকসভা ভোটের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়।সেখানে রাহুল গান্ধী,মল্লিকার্জুন খা়ড়্গেদের প্রতিশ্রুতি,কংগ্রেস সরকার গড়লে চালু করা হবে মহালক্ষ্মী প্রকল্প।যার মাধ্যমে মহিলারা বারোমাসে পাবেন ১লক্ষ টাকা।নারী ন্যায় নামক তালিকায় আরও বলা হয়েছে,ক্ষমতায় এলে কংগ্রেস চালু করবে কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৫০শতাংশ মহিলা সংরক্ষণের আইন।প্রতিটি গ্রামে মহিলাদের অধিকার নিশ্চিত করার কথাও দেওয়া হয়েছে।বাংলার সরকারের পথেই কংগ্রেস মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এই প্রতিশ্রুতি দিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Related Articles