রাজনীতিরাজ্যের খবর

তীব্র গরমের মাঝেও প্রচারে ,মমতা জঙ্গলমহলে সবুজ ঝড় তোলার ডাক

Campaigning despite intense heat, Mamata calls for a green storm in Jangalmahal

The Truth OF Bangal : প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।উত্তরবঙ্গে তুফান তোলার ডাক দেওয়ার পর এবার তাঁর নজর পুরুলিয়া-বাঁকুড়ায়।তীব্র গরমের মাঝেও তৃণমূল সুপ্রিমোর সভার জন্য ব্যাপক জমায়েতের তত্পরতা শুরু হয়েছে।

রবিবার  ১২ টায়   নির্বাচনী  সভা রয়েছে হুড়ার লধুড়কার মাঠে। শনিবার সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের  রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, সহ জেলার নেতারা।ছিলেন   তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো,। তাঁদের দাব,  নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে।

জঙ্গলমহলে সবুজ ঝড় তুলতে  সোমবার বাঁকুড়ার রায়পুরে   সভা করবেন  মমতা বন্দ্যোপাধ্যায়।সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভার আয়োজন করা হয়েছে।

Free Access

 

 

 

Related Articles