
The Truth of Bengal: প্রয়াত বাঁকুড়া লোকসভার প্রাক্তন সিপিআইএম সাংসদ বাসুদেব আচার্য। বেলা দেড়টা নাগাদ বাঁকুড়া জেলায় সিপিএম নেতৃত্বের কাছে তাঁর মৃত্যু সংবাদ পৌঁছায়। দীর্ঘদিন বয়সজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন সাংসদ। বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদে বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। টানা ন’বার সাংসদ ছিলেন তিনি। ১৯৮০ সাল থেকে টানা ২০১৪ পর্যন্ত একটানা ন’বার বাঁকুড়ার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
বাম নেতৃত্বের তরফেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সিপিএম-র পশ্চিমবঙ্গে সোশ্যাল পেজে লেখা হয়েছে, ‘সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ কমরেড বাসুদেব আচার্য ৮১ বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন। বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন একাধিক নেতা-নেত্রী।
১৯৪২ সালে পুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বাসুদেব আচার্য। ছিলেন পুরুলিয়া সিপিএমের ডিস্ট্রিক্ট্র কমিটির সদস্য। ১৯৮৫ সালে তিনি স্থান পেয়েছিলেন সিপিএমের রাজ্য কমিটিতে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য এবং বাম শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা ছিলেন বাসুদেব আচার্য। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সংসদে বামেদের নেতার দায়িত্বও পালন করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাসখানেক আগে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে আর জীবনযুদ্ধে ফেরা হল না।
FreeAccess