রাজনীতি

তিন বছরে ১০ কোটি?‌ শিশিরের সম্পত্তি নিয়ে কুনালের প্রশ্নের জবাব দিলেন শাহ

Amit Shah reply on Kunal Ghosh Letter

The Truth of Bengal: শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ নিয়ে কয়েকমাস ধরেই প্রশ্ন তুলছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। বিগত ৩ বছরে কোন জাদুবলে ১০ কোটি টাকার সম্পত্তি করেছেন, এই প্রশ্ন নিয়ে সম্প্রতি এক্স হ্যান্ডেলেও প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকী এই নিয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করেছিলেন তৃণমূলের মুখপাত্র। আর সেই চিঠি যে তিনি পেয়েছেন, তারই উত্তর এল মঙ্গলবার। চিঠির প্রত্যুত্তরে শাহ জানিয়েছেন, “আমি গত ৮ নভেম্বর লোকসভার সাংসদ শিশির অধিকারী সম্পর্কিত একটি চিঠি পেয়েছি”।

প্রত্যুত্তর পাওয়ার পরেই ফের সরব হয়েছেন কুনাল ঘোষ। চিঠির ছবি নিজের এক্স হ্যান্ডেলে আপলোড করে লিখেছেন, “শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে”।

প্রসঙ্গত, অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আয়কর রিটার্ন দেখিয়ে শুভেন্দু অধিকারী নিজেকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করেছিল, পাল্টা তাঁর বাবার‌ নির্বাচনী হলফনামা সামনে নিয়ে এসে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন ছিল, ২০০৯ সালে সাংসদ হিসেবে শিশির অধিকারী নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লাখ টাকার কিছু বেশি। আবার ২০১২ সালে তখন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে বলা হয়েছে, শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। শিশিরবাবুর তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৩ বছরে এতটা বাড়ল কিভাবে। এই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ।

Free Access

Related Articles