অফবিট

আঙুলই বলে দেবে আপনি কেমন মানুষ

Biometric

The Truth of Bengal, mou Basu: বায়োমেট্রিক বা আঙুলের ছাপ সরকারি পরিচয়পত্র হিসাবে এখন গণ্য করা হয়। কিন্তু এটি শুধু সামান্য পরিচয়পত্রের অঙ্গ নয়। আপনার হাতের আঙুলের ছাপ দেখেই বলে দেওয়া সম্ভব আপনি মানুষটা কেমন। হাতের আঙুলে থাকা দাগ, চিহ্ন দেখে বৈজ্ঞানিকভাবে চরিত্র বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে Dermatoglyphics। এই পদ্ধতিতে যে কোনো মানুষের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, দক্ষতা, আবেগ বোঝা যায়। প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা হয়। এমনকি, যমজদের আঙুলের ছাপ আলাদা হয়।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপের কোনো পরিবর্তন হয় না।

আসুন দেখে নিই আঙুলে কীরকম ছাপ থাকলে তা কী রকম ব্যক্তিত্বকে নির্দেশ করে —

১) টেন্ট : আপনার আঙুলের মাঝখানে যদি টেন্ট বা ত্রিকোণাকৃতি দেখা যায় তবে আপনি ভীষণ মুডি। কখনো আপনি খুব হাসিখুশি আবার পরক্ষণেই ভীষণ গম্ভীর।

২) আঙুলের মাঝখানে গোলাকার চিহ্ন দেখা যায় তবে আপনি খুব আত্মকেন্দ্রিক। আপনি প্রচুর প্রশ্ন করেন। সমালোচক। আপনি চালাকচতুর। স্বাধীনচেতা।

৩) কোলাজ: আঙুলের মাঝখানে যদি একাধিক লুপ বা ওপর-নিচে চিহ্ন থাকে তাহলে আপনি খুব সহজে রেগে যান।

৪) স্পাইরাল: আঙুলে যদি জিলিপির মতো ঘোরানো চিহ্ন থাকে তাহলে আপনি খুব সেলফ মোটিভেটেড। সব কাজে উৎসাহী।

৫) কনসেনট্রিক: আপনার আঙুলে যদি গা ঘেঁষাঘেঁষি করা একাধিক গোলাকার চিহ্ন থাকে তাহলে আপনি নিজেকে খুব প্রাধান্য দেন, নিজেকে খুব ভালোবাসেন।

৬) সিম্পল আর্চ: আঙুলে যদি চূড়ার মতো চিহ্ন দেখা যায় তবে আপনি খুবই বিশ্বাসী, সৎ মানুষ।

৭) পিকক’স আই: আঙুলের ছাপে মধ্যিখানে যদি ময়ূরের চোখের মতো চিহ্ন দেখা যায় তবে আপনি খুব ভালো নেতৃত্ব দিতে পারেন। শিল্পকলায় দক্ষতা থাকবে।

৮) টেন্টেড আর্চ: আঙুলের ছাপে ব্যাকাঁনো চূড়া থাকলে আপনি সব বিষয় খুব কনফিউজড। শিল্পীকলায় দক্ষতা থাকলেও চ্যালেঞ্জ নিতে ভয় পান।

৯) আঙুলের ছাপের মাঝখানে যদি দেখে মনে হয় কেউ চেপে দিয়েছে তবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী, চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভয় পান না। সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। হারতে পছন্দ করেন না।

১০) বুলসআই: আঙুলের মাঝখানে বুলসআই থাকলে আপনি খুবই রসিক মানুষ। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পছন্দ করেন।

Related Articles