প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখে কী করলেন ক্ষিপ্ত স্ত্রী? দেখুন ভাইরাল ভিডিও
Wife catches husband red-handed with his lover! Beats him violently, watch viral video

Truth Of Bengal: জনসমক্ষে স্বামী এবং তাঁর প্রেমিকাকে ধুয়ে দিলেন স্ত্রী। হল মারাত্মক সংঘর্ষ। আর এই সংঘর্ষের ভিডিও মুহূর্তে ভাইরাল। স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রায়শই সংবাদ শিরোনামে আলোচনা হয়। নজরকাড়ে আধুনিক দুনিয়ায় পারিবারিক গোলযোগ। আর সেই সম্পর্কের তিক্ততায় যুক্ত হল এই ঘটনা। যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলা দেখা যায়। স্ত্রী তাঁর স্বামীকে গার্লফ্রেন্ডকে দেখে ফেলায় কলহ বাড়ে। দু’জনেই তুমুল ঝগড়ায় মেতে ওঠেন। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছেন হাজার হাজার দর্শক তা নিয়ে চর্চাও শুরু করেছেন। এই ঘটনা সামনে আসতেই বিশ্বস্ততা বা আনুগত্যের মতোই আধুনিক সম্পর্কের টানাপোড়েনের কথাও উঠে আসছে।
Extra-Marital affair Kalesh (Wife Caught her husband with his side Girlfriend)
📹credit: insta/indore_meri_jaan_in
pic.twitter.com/soN6aRgfp5— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 7, 2025
বিবাদের সূত্রপাত কিভাবে?
ভিডিয়োয় দেখা যায়, এক স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে জনবহুল জায়গায় বচসা করছেন। মূলতঃ প্রকাশ্যে স্বামীর সঙ্গে গার্ল ফ্রেন্ডকে দেখে ফেলায় স্ত্রী অশান্তি করেন। স্বামীও ছাড়নেওয়ালা নন। তিনিও মুখের মতো জবাব দিতে চান। ফলে দু’পক্ষের বচসা চরমে ওঠে। ভিডিওটিতে দেখা যায় জনসমাগমের মধ্যে স্ত্রী তাঁর স্বামীর কাছ থেকে অবৈধ সম্পর্ক নিয়ে উত্তর দাবি করে। স্বামীর বান্ধবীর সামনেই স্ত্রী রীতিমতো সরব হন। যা কার্যত অস্বস্তিকর হয়ে ওঠে স্বামীর কাছে। এই ধরণের অবিশ্বাসের ঘটনা দুর্ভাগ্যবশত বিরল নয়, কারণ সম্পর্কগুলিতে বিশ্বাসঘাতকতা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে রয়ে গিয়েছে। যদিও অনেকে বিশ্বাস করেন, বিশ্বাস একবার ভেঙে গেলে তা অপূরণীয়, অন্যরা দ্বিতীয় সুযোগ এবং পেশাদার পরামর্শের পক্ষে কথা বলেন। তবুও, এই ধরণের সংঘর্ষ স্থায়ী মানসিক ক্ষত রেখে যেতে পারে, বিশেষ করে যখন জনবহুল এলাকায় প্রচুর মানুষের উপস্থিতিতে।
পরকীয়ার ছায়া পড়ে সম্পর্কের বিশ্বাসযোগ্যতায়। দুপক্ষের টেনশন চরমে পৌঁছায়। সংসার করার পরেও কেন গার্লফ্রেন্ডের সঙ্গে স্বামী সম্পর্ক রাখছেন, সেই প্রশ্ন তুলে সরব হন স্ত্রী। ভিড়ের মধ্যে দম্পতির দ্বৈরথ প্রকাশ্যে আসায় সংসারের অস্থিরতা আরও বেড়েছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন সমস্ত ঘটনা চাক্ষুষ করেন। কেউ কেউ আবার ঝগড়া-ঝামেলা ক্যামেরাবন্দি করেন। কেউ আবার ঝগড়া থামাতে যান। নজরকাড়া ঝলকের সেই টানাটান উত্তেজনা মুহুর্তে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে।
এই ঘটনায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রোমান্টিক জুটি বেঁধে যাঁরা সংসার পাতেন, তাঁদের কাছে এই বিবাদ আলাদা মাত্রা দিয়েছে। অনেকেই বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্যতা কখনও ভাঙে না। এখন সেই সম্পর্কের পরিণতি কোথায় পৌঁছচ্ছে তাই নিয়ে নানা মহলে আলোচনাও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসায় কেউ কেউ বলছেন, আবেগের বহিঃপ্রকাশ এভাবে কী কখনও ভাবা যায়?
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন রাখছেন, এই ধরণের পরকীয়া সম্পর্ক কতদিন চলছে? কেউ কেউ স্বামীর দুঃসাহস নিয়ে অবাক হয়েছেন। স্ত্রী যেভাবে নির্ভয়ে স্বামীকে তুমুলভাবে তুলোধনা করেন সেই ঘটনার অনেকেই প্রশংসা করছেন। আবার কেউ কেউ এই ঘটনার জন্য স্বামীর ভূমিকা নিয়েও নিন্দা করেছেন। তাই এই অবস্থায় সামাজিক বাঁধন আলগা হচ্ছে কিনা তা নিয়ে সবমহলই সংশয় প্রকাশ করছে।