অফবিট

টেনে হিঁচড়ে প্লেন থেকে নামানো হলো মহিলাকে! কিন্তু কেন? ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

The woman was dragged out of the plane! But why? Viral video

Truth Of Bengal: প্লেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এক মহিলা যাত্রীকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্লেনে ভ্রমণকারী এক ব্যক্তি সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দী করেন এবং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ওই যাত্রী দাবি করেন, ওই মহিলা একজন যাত্রীকে ধাক্কা দেন এবং ক্রু মেম্বারদের গালিগালাজ করেন। তাই তাকে ফ্লাইট থেকে বের করে দেওয়া হয়।

সুরাট থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিল ফ্লাইটটি। ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই নিরাপত্তা কর্মী মহিলাকে টেনে নিয় যাচ্ছে। জানা যায়, ওই মহিলা অন্য যাত্রীকে ধাক্কা দিলে ক্রু মেম্বাররা প্রতিবাদ করে। তখনই খারাপ ব্যবহার শুরু করে ওই মহিলা। কার্যত, নিরাপত্তা কর্মীদের ডেকে মহিলা যাত্রীটিকে নামিয়ে নিয়ে যেতে বলেন। এর পরই ফ্লাইটটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে উড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে নিরাপত্তাকর্মীরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। নামিয়ে দেওয়ার পরেও চিৎকার করতে থাকেন ওই মহিলা। ক্রু মেম্বারা তাকে শান্ত হতে অনুরোধ করলেও মহিলাটি অনবরত চিৎকার করতে থাকেন। নেটিজেনরা এই ভিডিও দেখে ভিন্ন মত প্রদর্শন করেন। কেউ কেউ বলেন নিশ্চই কিছু ভুল করেছিলেন যার কারণে তাকে বের করে দেওয়া হয়।

Related Articles