লাভ লাইফ নিয়ে অসন্তুষ্ট ভারতীয়রা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়
Indians unhappy with their love life, study reveals shocking data

Truth Of Bengal : বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। ১৪০ কোটির জনসংখ্যার দেশ ভারতের নাগরিকরা কিন্তু তাঁর ‘লাভ লাইভ’, যৌনজীবনে অসন্তুষ্ট। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে Ipsos’ Love life satisfaction 2025 Survey শীর্ষক সমীক্ষা রিপোর্টে।
গবেষণায় দেখা গেছে, আম ভারতীয়দের যৌনজীবনে সন্তুষ্টির পরিমাণ ৬৩%। ৫৭% ভারতীয় জানান তাঁরা তাঁদের প্রেমজীবন ও যৌন সম্পর্ক নিয়ে সন্তুষ্ট।
সমীক্ষা রিপোর্টে ‘লাভ লাইফ স্যাটিসফ্যাকশন ইনডেক্সে’ ভারতের চেয়ে অনেক ওপরের দিকে রয়েছে আর্জেন্টিনা (৮২%), চিলি (৭৯%), পেরু (৭৯%), ব্রাজিল (৭১%)-এর মতো লাতিন আমেরিকার বিভিন্ন দেশের স্থান। তাইল্যান্ড (৮১%), ইন্দোনেশিয়া (৮১%), মালয়েশিয়া (৭৯%) ও সিঙ্গাপুর (৭১%)-এর মতো এশিয়ার বিভিন্ন দেশও রয়েছে তালিকায় ভারতের অনেক আগে। ভালোবাসা, রোম্যান্স, যৌন জীবন, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে সূচক তৈরি করা হয়েছে।
২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ৩০টি দেশের ২৩,৭৬৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর বিশেষ গবেষণা চালায় Ipsos। সমীক্ষায় দেখা গেছে, ভারত ছাড়া এশিয়ার আরও ২ দেশ জাপান (৫৬%) ও দক্ষিণ কোরিয়া (৫৯%)-র নাগরিকরা তাঁদের প্রেমজীবন ও যৌন জীবন নিয়ে অসন্তুষ্ট। ৬৭% ভারতীয় জানিয়েছেন তাঁরা তাঁদের স্বামী বা স্ত্রীর সঙ্গে স্বাভাবিক যৌন সম্পর্কে সন্তুষ্ট।