অফবিটরাজ্যের খবররান্নাঘর

দুর্গাপুরেও তৈরি হয়েছে ৯০ কেজির চন্দ্রযান-৩!

Chandrayaan 3 Sweet

The Truth of Bengal: ছোট বেলা থেকেই একটা কথা শুনে আসছি,আয় চাঁদ মামা টুক দিয়ে যা। চাঁদের দেশের কথা সাহিত্য-লেখনীতে বারবার উঠে এসেছে।চাঁদকে ঘিরে যে রূপকথা রয়েছে তাকে বাস্তবের মাটিতে ছুঁয়ে দেখার পরিকল্পনা নিয়েছে ইসরো।  সময় যতই গড়াচ্ছে ততই চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছে ইসরোর চন্দ্রযান-৩। ১৪ অগাস্ট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে আরও এক ধাপ কক্ষপথ পরিবর্তন করেছে এই মহাকাশযান।

ইসরোর তরফে জানানো হয়েছে  চাঁদের থেকে চন্দ্রযান-৩-এর দূরত্ব ২০০ কিলোমিটারের কম।চন্দ্রযান ৩ নিয়ে যখন জোরদার চর্চা চলছে তখন মিষ্টিকথায় উঠে এল এই স্বপ্নের যান।দুর্গাপুরের মামড়া বাজারের একটি মিষ্টান্ন বিক্রেতা সংস্থা ৯০কেজি ক্ষীর আর চকোলেটের প্রলেপ দিয়ে এই মিনি চন্দ্রযান-৩ তৈরি করেছে। চাঁদের বাড়ির কাছাকাছি চন্দ্রযান। ৭৭তম স্বাধীনতা দিবসে ইসরোর প্রশংসায় দেশবাসী। এবার মিষ্টির চন্দ্রযান থ্রি তৈরি করে ইসরোর প্রশংসায় দুর্গাপুরের মামড়া বাজারের এই মিষ্টান্ন সংস্থা।

স্বাধীনতা দিবসের সকাল থেকে এই চমক দেখে  মিষ্টির দোকানের সামনে উপচে পড়ে ভিড়।  ভিড়ের ঠেলা সামলাতে ডাকা হয় পুলিশ। মিষ্টি দিয়ে তৈরি মেসি থেকে তাজমহল, আগেই দেখা গেছে।এখন সেই ক্ষীরের চন্দ্রযান দুর্গাপুরবাসীকে যে আলাদা স্বাদ উপহার দিচ্ছে তা বলাই যায়। ইুসরোর বিজ্ঞানীরা যখন বিজ্ঞান সাধনায় তাক লাগাচ্ছেন তখন তাঁদের শ্রদ্ধা জানাতে এই মিষ্টি বার্তা আপামর সাধারণ মানুষের মন যে ভরাচ্ছে তাও উল্লেখযোগ্য।

Related Articles