
The Truth of Bengal, Mou Basu: সুগন্ধী জুঁইফুল অ্যারোম্যাটিক বলে পরিচিত। বাকি ফুলের মতো জুঁইফুলের পাপড়িকে জলে ফোটানোর দরকার হয় না, এমনিই হাত দিয়ে চটকে মুখে সরাসরি লাগিয়ে নিন। ১৫ মিনিট এমন ভাবেই লাগিয়ে রেখে দিন। জুঁইফুলের ফেসপ্যাক ত্বককে টানটান আর নরম করে। শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যার জন্য অব্যর্থ ওষুধ জুঁইফুল। ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায় জুঁইফুল। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের পুড়ে যাওয়া, লালচে হয়ে যাওয়া, ব্রণর সমস্যাও অনেকাংশে দূর করে জুঁইফুল। স্কিন পোরস বা ত্বকের ফুটো খুলে দেয় জুঁইফুল। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জুঁইফুল ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়।
গোলাপ জল, ফেসমাস্ক, লোশন এমনকী নাইট ক্রিমেও ব্যবহার করা হয় গোলাপফুল। গোলাপ ত্বককে আর্দ্র রাখার মাধ্যমে টানটান, জীবন্ত রাখে। অ্যান্ট-ব্যাক্টেরিয়াল গুণ থাকায় তৈলাক্ত ত্বকের অধিকারী বিশেষ করে যারা ব্রণর সমস্যায় ভোগেন তাঁদের ক্ষেত্রে গোলাপ দারুণ উপকারী। রোজ ওয়াটার বা গোলাপ জল ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। ব্রণ কমায় রোজ ক্রিম ও ফেসপ্যাক। রোজ অয়েল ত্বকের দাগছোপ দূর করে।
লাভেন্ডার এসেন্সিয়াল অয়েল হিসাবে খুবই ব্যবহার করা হয়। সেবাম উৎপাদনে ভারসাম্য বজায় রাখে তাই স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্তর পাশাপাশি সেনসিটিভ ত্বকের জন্য দারুণ উপকারী ল্যাভেন্ডার ফুল।
গাঁদাফুলের আরেক নাম ক্যালেন্ডুলা। অ্যান্টি-ইনফ্লেমটরি গুণ থাকায় ব্রণর দাগ দূর করে। পোকা কামড়ালে যন্ত্রণা থেকে উপশম দেয় ক্যালেন্ডুলা অয়েল।
ত্বকের যত্নের জন্য আরেকটি অসাধারণ ফুল হল শামোমিল। অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টিসেপ্টিক গুণ থাকায় ত্বকের লালচে ভাব কমিয়ে টানটান রাখে শামোমিল। বিউটি প্রোডাক্টসে হরদম শামোমিল ফুলের তেল ও শুকনো গুঁড়ো ব্যবহার করা হয়।
এক্সফোলিয়েটিং গুণসম্পন্ন জবাফুল স্কিনটোন ঠিক রাখতে, আর্দ্রতা বজায় রাখতে, তেলের উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে আর বুড়িয়ে যাওয়া আটকাতে ব্যবহার করা হয়। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও জবাফুল লা জবাব। মাথার তালু পরিষ্কার রাখতে ও চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় জবাফুলের তেল।
প্রচুর স্যালিসাইলিক অ্যাসিড থাকায় দারুণ অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে প্যানসি ফুল। ব্রণ, ফুসকুড়ির যন্ত্রণা হলে প্যানসি ফুল ও পাতা বেটে লাগালে উপশম মেলে।
প্রাচীন গ্রিসে কার্নেশনের নাম ছিল ডায়ান্থাস, যার মানে ঐশ্বরিক। দুশ্চিন্তা কাটাতে আর পেশির যন্ত্রণা কমাতে কারনেশন পাপড়ি ভিনিগারে ফুটিয়ে লাগালে যন্ত্রণা কমে।
টিউবরোজ বা রজনীগন্ধা ফুল পারফিউম হিসাবেও ব্যবহার করা হয়। ২০০ মিলি রাইসব্র্যান তেলে এক সপ্তাহ ধরে ২০টি রজনীগন্ধা ফুল চুবিয়ে রেখে দিন। এরপর ম্যাসাজ অয়েল হিসাবে ব্যবহার করুন।
ক্যামেলিয়া ফুল ও পাতার নির্যাস ত্বককে সিল্কি সফট করে। পরিবেশ দূষণ থেকে ত্বককে বাঁচায় অরকিড ফুলের নির্যাস।
পূরাণে কথিত আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে এনেছেন শিউলি ফুলের গাছ। স্বর্গের এই ফুল গাছের নাম পারিজাত। বাঙালির কাছে শরৎকাল মানেই ছোট্ট ছোট্ট সাদা রঙের সুগন্ধি শিউলি ফুল। সুগন্ধি শিউলি ফুলের আরেক নাম হরসিঙ্গার। ইংরেজি নাম নাইট জেসমিন। বৈজ্ঞানিক নাম ‘Nyctanthes arbor-tristis’। শিউলি ফুল রাতে ফোটে আর সকাল হলেই ঝরে যায় বলে হিন্দিতে বলা হয় ‘রাত কি রানি’। বিভিন্ন রকমের ওষুধিগুণে ভরপুর শিউলি ফুল। সায়টিকা বাত সারায় আর দুশ্চিন্তা কমাতে সাহায্য করে শিউলি ফুল। এছাড়া অ্যান্টি-ইনফ্লেমটরি, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকায় শিউলি ফুল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অস্টিওআর্থারাইটিস, রিউমাটিজম, আর্থারাইটিসের যন্ত্রণা কমায় শিউলি।