কলকাতালাইফস্টাইল

নতুন ভাবনায় ফ্যাশন শো! উপস্থিত ছিলেন রহিম নবি সহ একাধিক ব্যক্তিত্ব

Fashion Show Programme at Jogesh Mime Academy

The Truth of Bengal: সম্প্রতি কালীঘাটে যোগেশ মাইম অ্যাকাডেমিতে হয়ে গেল আমার ভারতবর্ষ নামক একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল কে আর কে প্রোডাকশন নামক এক সংস্থা। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবিসহ চলচ্চিত্র জগতের বেশ কিছু তারকা।

বরাবরই নতুন কিছু করার পরিকল্পনা করে কে আর কে প্রোডাকশনস। এবারেও তার ব্যক্তিক্রম হল না। আগামী ১৫ অগাস্ট দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। সেই দিনটিকে মাথায় রেখেই দেশাত্মবোধকে থিম করে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়ের। এমনটাই জানালেন, সংস্থার কর্ণধার তমাল মুখোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন ফুটবল প্লেয়ার রহিম নবি ও চলচ্চিত্র জগতের কিছু তারকা। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এমন অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে শিশু থেকে যুবসমাজও উৎসাহ পায়।