আজকের দিনেলাইফস্টাইল

কেমন কাটবে শুক্র? কী বলছে রাশিফল

How will Venus fare? What does the horoscope say?

Truth Of Bengal: আজ ১০ জানুয়ারি শুক্রবার। আজকের দিনটি কেমন কাটবে? নতুন কি ঘটতে চলেছে জীবনে? সুসংবাদ অপেক্ষা করছে নাকি দুঃসংবাদ? কেমন থাকবে আর্থিক অবস্থা? কী বলছে রাশি। জ্যোতিষশাস্ত্র মতে আপনার রাশিফলে কি আছে জানতে পড়ুন আজকের রাশিফল।

মেষ: বন্ধু এবং আত্মীয়ের থেকে ভাল খবর পেতে পারেন। আপনার বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। মনের মতো চাকরি হতে পারে। নিজের জ্ঞান ও যোগ্যতা বৃদ্ধি করুন। শুভ সংবাদ পেতে পারেন আজ। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে আজ।

বৃষ: আপনার দিনটা আজ মোটের ওপর শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বস আপনার কাজে খুশি থাকবেন। আজ অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। আইনি কাজ খুব ভাল ভাবে হবে। আজ নানা কাজের সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের নতুন সুযোগ আসতে পারে। আজ সহকর্মীদের থেকে ভাল ব্যবহারে পাবেন।

মিথুন: আজ আপনি অল্পেতেই সাফল্য পেতে পারেন। খুব বেশি উচ্চাকাঙ্খা করবেন না, পূরণ নাও হতে পারে। মন দিয়ে নিজের করুন, দেরিতে হলেও সাফল্য আসবে। ব্যবসায়ীরা পরিশ্রমের ভাল ফল পাবেন। প্রেমে ব্যর্থ হবেন আজ। দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না আজ।

কর্কট: আজ দিনটি আপনার জন্য ভাল। তবে কাজের ক্ষেত্রে বস ও সহকর্মীর সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হবে আজ। কিন্তু আপনাকে নিজের অহংঙ্কার একটু কমাতে হবে। স্ত্রী-এর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা।

সিংহ: সকলের মতামতকে গুরুত্ব শুনুন বুঝুন তারপর সিদ্ধান্ত নিন, সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায় সফল হবেন আজ। ত্রিকোণ প্রেমের যোগ। এদিকে আবার একাধিক কারণে বিতর্কের সম্মুখীন হতে পারেন। কথা শোনাতে পারে এরকম ব্যক্তিদের থেকে দূরে থাকুন।

কন্যা: আপনার জীবনে নতুন পরিবর্তন হতে পারে। পাওনা অর্থ আদায় হবে নির্বিঘ্নে। প্রেমে আঘাত পেতে পারেমন। শরীর-স্বাস্থ্য ভালো যাবে না আজ, নিজের খেয়াল রাখুন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

তুলা: আজ আপনার জীবনে নতুন কিছু ঘটতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কলহ বা মতপার্থক্য হতে পারে, কিন্তু তার পর সব ঠিক হয়ে যাবে। আপনি হাসিমুখে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। মোটের ওপর দিনটি ভালোই যাবে।

বৃশ্চিক: সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। প্রেমের সম্পর্কে ভাল কাটবে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভাল ফলাফল নিয়ে আসবে। বেকার যুবক-যুবতিরা চাকরির যোগাযোগ পাবেন। নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে কাজ করতে সক্ষম হবেন আজ।

ধনু: কর্মস্থলে মনোমালিন্য দেখা দিতে পারে। নিজের কাজের সফলতা দেখিয়ে তাঁদেরকে যোগ্য জবাব দিতে৷ আজ ক্লান্তি অনুভব করতে পারেন। স্বাস্থ্য আজ ভাল থাকবে, আগের থেকে উন্নত হবে। সংসারে শান্তি থাকবে আজ।

মকর: কর্মক্ষেত্রে তিক্ততার সৃষ্টি হবে৷ সতর্ক থাকবেন, সময় বুঝে কাজ করবেন। বিদ্যার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন। ঘরে শান্তি বজায় থাকবে। স্ত্রীর শরীর খারাপ হতে পারে, যত্ন নিন। সন্তানরা আপনার সম্মান আরও বৃদ্ধি করবে আজ।

কুম্ভ: সন্তানের কৃতিত্বে গর্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাগকে নিয়ন্ত্রন করতে শিখুন। কাছের মানুষকে সময় দিন, দুরত্ব কমান। কর্মক্ষেত্রে আজ কোনও পরিবর্তন হবে না। স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে।

মীন: অর্থাগমের সুযোগ বাড়বে আজ। পাওনা টাকা আজ আপনি ফিরে পাবেন। নতুন শুরুর জন্য আপনার আজকের দিনটি আপনার জন্য যথার্থ। সব মিলিয়ে আজকের দিনটি আপনার জন্য খুবই ভাল। আপনার ও পরিবারের স্বাস্থ্য ভাল থাকবে।

Related Articles