
The Truth Of Bengal : ১। বিপদ এড়ালো কলকাতাগামী বিমান। চালকের তৎপরতায় ১৮০ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ বিমানের। লেজারের সবুজ আলোয় পাইলটের চোখ ধাঁধিয়ে যাওয়ায় বিপত্তি। নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের বিমানবন্দর কর্তৃপক্ষের।
২। প্রধানমন্ত্রীর হাতে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন। ৬ মার্চ রাজ্যের তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। উদ্বোধনের পর গঙ্গার নীচে মেট্রো চড়বেন মোদি। তারাতলা-মাঝেরহাট মেট্রোর সহ রুবি-গড়িয়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
৩। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। জেলার পর কলকাতায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর থানা এলাকায় রুটমার্চ। কসবায় কোম্পানি আধা সেনা। সাউথ সাবারবন ডিভিশনের জন্য এল বাহিনী।
৪। ফেসবুকে আবারও বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। বোলপুর আসনে বিজেপির প্রার্থী ঘোষণার পর বিস্ফোরক অনুপম। এই কেন্দ্র থেকে প্রিয়া সাহাকে বিজেপি প্রার্থী করা হয়েছে। জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার অভিযোগ অনুপমের।
৫। ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। জেলায় জেলায় জমজমাট প্রচার। সভা-মিছিল থেকে ব্রিগেডে যাওয়ার বার্তা তৃণমূলের। ব্রিগেড সমাবেশের প্রচারে পথে নেমেছেন দলের নেতা-কর্মীরা। লোকসভা ভোটের আগে ঐতিহাসিক সমাবেশের আহ্বান।
৬। লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে। রবিবার রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। রাজ্যে এসে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন। আইনশৃঙ্খলা সহ ভোটের যাবতীয় ব্যবস্থাপনাতেও নজর।
৭। ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব। সন্দেশখালিকাণ্ডে গৌরব ভারিলকে তলব সিআইডির। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে তলব। ইডির উপর হামলা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন গৌরব।
৮। ভদ্রেশ্বরের বিঘাটিতে প্লাস্টিক রিসাইকল কারখানায় আগুন। প্লাস্টিক কারখানার পাশেই রয়েছে সমবায় ব্যাঙ্ক। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের দির্ঘ চেষ্টায় আগুন নিয়ত্রণে।
৯। আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত আজিতেশ নগর দূর্গামন্দির সংলগ্ন বাড়িতে চুরি। বাড়ি থেকে দুটি মোবাইল সহ সোনার কিছু গয়না ও নগদ ৫০ হাজার টাকা চুরি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
১০। শ্রীল প্রভুপাদের দুষ্প্রাপ্য ছবি, পাণ্ডুলিপি নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী মায়াপুর ইস্কনে। প্রভুপাদের জীবন ও তাঁর কর্মকাণ্ড নিয়ে ২০০০ বর্গ মিটার জায়গা জুড়ে এই প্রদর্শনী। এই প্রদর্শনী সাজিয়ে তোলা হয়েছে কলকাতার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে।
১১। দেশ থেকে চরম দারিদ্র’ প্রায় মুছে দিয়েছে মোদি সরকার। মার্কিন ‘থিঙ্ক ট্যাঙ্ক’ ব্রুকিংস ইনস্টিটিউশনের এক রিপোর্টে দাবি। লোকসভা নির্বাচনে বিজেপির বড় হাতিয়ার হতে পারে এই রিপোর্ট মত ওয়াকিবহাল মহলের। রিপোর্টকে ‘অবাস্তব’ বলে তোপ কংগ্রেসের।
১২। জল্পনার অবসান, NDA-তে যোগ অখিলেশের ‘বন্ধু’ জাট নেতা তথা রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরীর। ক্ষোভের ধাক্কা সামাল দিতে আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীতেই ভরসা বিজেপির। অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সরকারিভাবে এনডিএ-তে যোগ দেন তিনি।
১৩। ছত্তিশগড়ের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, মৃত্যু পুলিশকর্মীর, খতম এক মাওবাদীও। এর আগে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তিন সিআরপিএফ জওয়ানের। গত জানুয়ারি মাসে ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল ৩ সিআরপিএফ জওয়ানের।
১৪। চিন থেকে পাকিস্তানগামী চিনের জাহাজ ঘিরে রহস্য। সম্প্রতি মুম্বই য়ের এক বন্দরে ওই জাহাজটিকে আটক করে ভারতীয় নিরাপকত্তা কর্মীরা। ওই জাহাজে করেই যাচ্ছিল পারমানবিক পণ্য, শিপটি থেকে দুটি চালান মেলায় স্পষ্ট।
১৫। মোবাইলে ক্রিকেট দেখায় মগ্ন ছিলেন চালক! অন্ধ্রের ভয়াবহ রেল দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী। ২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশে দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ১৪ জন যাত্রী।
১৬। আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান, রাতারাতি ‘আন্তর্জাতিক’ হল সেনার বিমানবন্দর। পুঁজিপতি বন্ধুদের পাশে দাঁড়াতে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস, কেন্দ্রকে বিঁধল কংগ্রেস।
১৭। ওয়েব দুনিয়ায় হাজির এক ব্যাগ হিন্দি ওয়েব সিরিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সানফ্লাওয়ার সিজন টু। আসছে শোটাইম, “অ্যায় ওয়াতন মেরে ওয়াতন” ফিল্মের মাধ্যমে। ফলে এতগুলি ওয়েব সিরিজ ও সিনেমার মধ্যে কোনটা বেশি নজর কাড়বে সেটাই দেখার।
১৮। আগামি মাস থেকে শুরু হতে চলেছে ফারহান আখতারের ডন-থ্রির শ্যুটিং। তার আগে ছবির লিড রোলে প্রিয়াঙ্কা চোপড়াকে রিপ্লেস করলেন কিয়ারা আডবাণী। এর আগে ডন-থ্রি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন জংলি বিল্লি প্রিয়াঙ্কা।
১৯। মেসি সুপারিশের গুলি এবার এগিয়ে গেল মায়ামি। এইটা আরবি ম্যাচে না আমি চির প্রতিদ্বন্দী ওরলান্ডো সেটের বিপক্ষে ৫ গোল করে। ফলাফল দাঁড়ায় ৫-০। মেসি সুয়ারেজ জোড়া গোল করেন। অপর দিকে টেলর করেন ১ গোল
২০। এবারের আইপিএল শুরু হতে আর দিন কয়েক বাকি। তার আগেই এবার সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ বদলে গেল। ডেল স্টেইনের জায়গায় দায়িত্ব পেলেন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন। ২০২২ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে থাকলেও অবশেষে দায়িত্ব ছাড়লেন।
FREE ACCESS