কলকাতা

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ! শাহ আসার দিনে কালো পোশাকে বিধানসভায় হাজির থাকবে  তৃণমূল

TMC vs BJP

The Truth of Bengal: বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় বঙ্গ বিজেপির সমাবেশে তাঁর হাজির থাকার কথা। আর এর প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে বিধানসভায় হাজির হওয়ার সিদ্ধান্ত তৃণমূল বিধায়কদের। এছাড়া তৃণমূলের পরিষদীয় দল স্থির করেছে, আজ অধিবেশন শেষে তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা বিধানসভায় অম্বেডকর মূর্তির নিচে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না দেবেন।

তৃণমূলের এমন সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কালো পোশাক পরে কাকে বিক্ষোভ দেখাবেন? কালো পোশাক পড়ে কি নিজেদের বিক্ষোভ দেখাবেন? কারণ কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি তো আর থাকবে না।“

প্রসঙ্গত, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বুধবার বিজেপির প্রকাশ্য জনসভা। তাতে হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২১ জুলাই তৃণমূল সাধারণত যেখানে সভা করে, এবার সেখানেই পাল্টা সভা করে তৃণমূলকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। সেই সভা ঘিরে পদ্ম শিবির চালাচ্ছে শেষবেলার প্রচার।

Free Access

Related Articles