কলকাতারাজ্যের খবর

মহাষ্টমী বাদে রাজ্যের সমস্ত হাসপাতাল-মেডিক্যাল কলেজের আউটডোর খোলা থাকছে

The hospital is open out door in Puja season

The Truth of Bengal: গতবছর সপ্তমী-অষ্টমীতে বন্ধ ছিল সরকারি হাসপাতালের আউটডোর।আউটডোর দু’দিন বন্ধ থাকলেও ইমার্জেন্সি, ইনডোর–সহ অন্যান্য পরিষেবা চালু থাকে পুজোর সব দিনই। পুজোতে প্রায় সবার ছুটি থাকলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আগাম অনুমতি ছাড়া পুজোতে কর্মস্থল ছেড়ে যেতে পারেন না।এবার রোগীদের নিরন্তর পরিষেবা প্রদান করতে তত্পর রাজ্য স্বাস্থ্য দফতর।কারণ আনন্দ –উচ্ছ্বাসের মাঝে যাতে কেউ সমস্যায় না পড়ে সেজন্য প্রশাসন জরুরি সহ সমস্ত চিকিত্সা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিকর্তা ডা: সিদ্ধার্থ নিয়োগী জানান,  ২২ অক্টোবর রবিবার বাদে পুজোর বাকি দিনগুলি  সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আউটডোর খোলা।

সবদিনই ইমার্জেন্সি, ইন্ডোর, রোগ ও রক্ত পরীক্ষার বিভাগসহ অন্যান্য ব্যবস্থাও চালু  রয়ে্ছে।ডেঙ্গি সহ নানা রোগের চিকিত্সার জন্য চালু থাকছে ২৪ঘন্টার পরিষেবা।ডেঙ্গি চিকিত্সার জন্য চালু ২৪ঘন্টার পরিষেবা।রোগী ভর্তি,রক্ত বা প্লেটলেটের জন্য যোগাযোগরোগীরা যোগাযোগ করবেন বিশেষ নম্বরে। ফোন করবেন- ১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩২২৮৬১২১২ হোয়াটস অ্যাপ করবেন-  ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরেবিধাননগরের জন্য ৬২৯২২২৩৪১২৬ নম্বরে।এদিকে বিভিন্ন বেসরকারি হাসপাতালও পুজোর দিনগুলির জন্য বিভিন্ন ব্যবস্থা রেখেছে। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর দিনগুলিতে আউটডোর বন্ধ থাকলেও ইমার্জেন্সি সবসময় খোলা।

যেকোনও দরকারে ১০৬৬ এবং ০৩৩৪৪২০২১২২—এই দু’টি নম্বরে ফোন করা যেতে পারে। মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালের আউটডোর সপ্তমী থেকে দশমী বন্ধ থাকবে। যদিও সব ধরনের ইমার্জেন্সি পরিষেবাই চালু থাকছে ২৪ ঘণ্টা। জরুরি পরিস্থিতিতে এবং অ্যাম্বুলেন্স পেতে ৯৯০৩৩৩৫৫৪৪ নম্বরে ফোন করা যাবে। আমরি তথা অধিগ্রহণের পর মণিপাল হাসপাতাল গোষ্ঠীর সল্টলেক, মুকুন্দপুর ও ঢাকুরিয়ার হাসপাতালে সপ্তমী পর্যন্ত আউটডোর খোলা। অষ্টমী থেকে দশমী পর্যন্ত রোগ ও রক্ত পরীক্ষা চালু থাকবে। চালু থাকবে সর্বক্ষণের ইমার্জেন্সিও।

Free Access 

Related Articles