কলকাতা

বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, বললেন মুকেশ আম্বানি

The future of industry in Bengal is bright, says Mukesh Ambani

Truth Of Bengal: দু’দিনের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ শুরু হয়েছে। দেশ ও বিদেশের বড় বড় শিল্পপতিরা অংশগ্রহণ করেছেন এই বিজনেস সামিটে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের। তারপর দেশ ও বিদেশের অতিথি অভ্যাগতরা তাদের বক্তব্য রাখেন। দেশের অন্যতম বড় শিল্পপতি মুকেশ আম্বানি তার বক্তব্যে বাংলার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। মুকেশ আম্বানি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা এগিয়ে চলেছে। ভারতের উন্নয়নে আশার আলো দেখছে বাংলা। পশ্চিমবঙ্গে দ্বিগুণ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন দেশের এই বৃহত্তম শিল্প গোষ্ঠীর কর্ণধার। পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। মুকেশ আম্বানি বলেন বাংলা মানে বাণিজ্য। রিলায়েন্স গোষ্ঠী পশ্চিমবঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করবে।

Related Articles