কলকাতা

সুখবর! ১০ বছরের কম কর্মজীবনেও মিলবে অবসরকালীন ভাতা, ঘোষণা ব্রাত্যর

teachers will get pension even less than 10 years of service says bratya basu

Truth Of Bengal : পেনশন নিয়ে শিক্ষকদের জটিলতা কাটাতে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীরা অবসরকালীন ভাতায় অন্তর্ভুক্ত হতে গেলে তাদেরকে ন্যূনতম টানা ১০ বছর চাকরি করতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এবার কিছুটা ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নতুন সুবিধায় উল্লেখ করা হচ্ছে, টানা ন বছর ৬ মাস অর্থাৎ ১০ বছরের নিচে কর্মজীবন থাকলেও তারা ভাতার আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন। বৃহস্পতিবার শিক্ষক দিবসের শুভদিনে এক অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষক দিবসের দিন শিক্ষামন্ত্রী জানান, “বিদ‌্যালয় শিক্ষকদের সুবিধায় মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল। সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন কম করে টানা ১০ বছর চাকরি করতে হত শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু ৯ বছর ৬ মাস তার বেশি যদি কেউ চাকরি করে থাকেন, তাহলে বিদ‌্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে, ৬ মাস বা তার কম সময় মার্জনা করে তাঁকে পেনশন দেওয়ার। সাধারণভাবে এতদিন এই ক্ষমতার প্রয়োগ করত না বিদ‌্যালয় শিক্ষা বিভাগ। অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক-শিক্ষিকাদের উচ্চ ন‌্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হত। এই অসুবিধার কথা মাথায় রেখে মানবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও শিক্ষক-শিক্ষিকার কর্মজীবন ১০ বছরের কম, টানা ৯ বছর ৬ মাস হয়ে থাকলেও আবেদনের ভিত্তিতে যোগ‌্য প্রার্থীদের এই ঘাটতিটুকু মার্জনা করে তাঁর পেনশন অনুমোদন করে দেবে বিদ‌্যালয় শিক্ষা বিভাগ। তাঁদের আর উচ্চ ন‌্যায়ালয়ে ছুটতে হবে না।”

এখানেই শেষ নয়, শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া এবং শিক্ষা কর্মীদের নানান অভাব অভিযোগের কথা শোনা এবং তা সমাধানে এটি নয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল শিক্ষা দফতর। হেল্পলাইন নাম্বারটি হল ৯০৮৮৮৮৫৫৪৪। এই হেল্পলাইন নম্বরটি জরুরী কালীন পরিষেবার জন্য ২৪ ঘন্টাই চালু থাকবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ” অভিযোগ যাচাই করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলের প্রতিনিধিরা অভিযোগ খতিয়ে দেখবেন এবং তার দ্রুত সমাধানে উদ্যোগী হবেন।”

Related Articles