সুইমিং পুলের লাইসেন্স ফি হিসাবে গুনতে হবে ১ লক্ষ, সিদ্ধান্ত পৌর সংস্থার
Swimming Pool License Fee Set at 1 Lakh, Decision by Kolkata Municipal Corporation

Truth of Bengal: একলাফে সুইমিং পুলের লাইসেন্স ফি বৃদ্ধি করল কলকাতা পৌর সংস্থা। আগে পৌর কর্তৃপক্ষ এর তরফে নামমাত্র ফি আদায় করা হত। কিন্তু এবার থেকে বার্ষিক লাইসেন্স ফি বৃদ্ধি করে সোজা ১ লক্ষ টাকা করে দিল কলকাতা পৌর সংস্থা। তবে শুধু যে সুইমিং পুল তা নয় এবার থেকে সেই সব পুকুর থেকে ও মোটা টাকা লাইসেন্স ফি আদায় করবে তারা। যেখানে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের ফলে আর্থিক মুনাফা অর্জন করে ক্লাবগুলি। আগে এই সমস্ত পুকুর থেকে কলকাতা পৌর সংস্থার কোনো আয় ছিলনা। কিন্তু এবার থেকে নিয়মের পরিবর্তন। যেই সমস্ত ক্লাব সাঁতার প্রশিক্ষণের দ্বারা আয় করে সেই সমস্ত ক্লাবগুলিকে ও এবার থেকে দিতে হবে মোটা অংকের টাকা আদায় করবে পৌর কর্তৃপক্ষ।
বর্তমানে সুইমিং পুল ও পুকুর মিলিয়ে প্রায় ২৫ টি জলাশয় রয়েছে সমগ্র কলকাতা জুড়ে। যার মধ্যে রয়েছে ১০ টি সুইমিং পুল ক্লাব। তিনটি রয়েছে দেশবন্ধু পার্কে, এছাড়া একটি করে রয়েছে কুমোরটুলির নিবেদিতা পার্কে , এজেসি পার্ক, সন্তোষ মিত্র স্কয়ার, বিদ্যাসাগর পার্ক, সাদার্ন পার্ক এবং সরশুনাতে। এই সমস্ত ক্লাব কে লিজ দেওয়া হয় যেখনে থেকে ক্লাবগুলো ভাল রকমের উপার্জন করে।
শুধু তাই নয় অনেক জায়গায় ক্লাব কর্তৃপক্ষ জিম তৈরি করে ভাড়ায় দিয়ে দেয়। সেখেন থেকে বড় একটা টাকা উপার্জন করে থাকে। তার পরেও তারা কলকাতা পৌর সংস্থাকে নামমাত্র লাইসেন্স ফি দিত। তাই এবার থেকে তাদের লাইসেন্স ফি বৃদ্ধি করে এক লক্ষ টাকা ধার্য করা হয়েছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
এছাড়াও টালা পার্ক ,কলেজ স্কয়ার এবং হেদুয়া পার্কের যেসব পুকুরে সুইমিং পুলে প্রশিক্ষণ দেওয়া হয় তার বিনিময়ে ক্লাবগুলো ভালো টাকা আদায় করে। এতদিন যাবৎ বিনা ফি দিয়ে এই তিনটি ক্লাবগুলো সুইমিং পুলে প্রশিক্ষণ দিচ্ছিল। এবার থেকে তাদের কাছ থেকে ফি আদায় করবে কলকাতা পৌর সংস্থা। তাদের কাছ থেকে ও বার্ষিক ১০ হাজার টাকা ফি আদায় করবে কলকাতা পৌর সংস্থার লাইসেন্স বিভাগ। এছাড়া যেসব পার্কের ভিতরে সুইমিং পুলের পাশাপাশি জিম তৈরি করে আর্থিক ভাবে মুনাফা করছে। তাদের কাছ থেকে ও প্রায় ২৫ হাজার টাকা বার্ষিক লাইসেন্স ফি আদায় করবে কলকাতা পৌর সংস্থা।