কলকাতারাজনীতি

কামারহাটি পুরসভা নিয়ে প্রকাশ্যেই বিস্ফোরক সৌগত রায়

Sougata Roy on Kamarhati Municipality

The Truth of Bengal: পুর নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই ফের বিস্ফোরক সাংসদ সৌগত রায়। ঠিকমতো কাজ করছে না কামারহাটি পুরসভা। প্রকাশ্যে জনসভা মঞ্চ থেকেই কামারহাটি পুরপ্রধান গোপাল সাহাকে ধমক তৃণমূল সাংসদের। যদিও সাংসদের ধমককে কটাক্ষ-ই করছেন বিরোধীরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসা বাঁদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি আধিকারিকেরা।

ইতিমধ্যেই পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে ডিএলবির তরফে সাসপেন্ডও করা হয়েছে। এরমধ্যেই বেলঘরিয়ায় এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে ধমক দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কামারহাটি পুরসভার কাজ ঠিকমতো হচ্ছে না বললেন সাংসদ। মানুষ পরিষেবা পাচ্ছে না, বলেও দাবি করেন সাংসদ। সাংসদ বলেন, ‘গোপাল কামারহাটি পুরসভায় ঠিকমতো কাজ হচ্ছে না। মানুষ পরিষেবা পাচ্ছে না’।

পুরসভায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তমাল দত্ত নামে। পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোনও সুবিধা চাওয়া হলে তমাল দত্তের অনুমতি নিতে হবে বলা হয়। এই তমাল দত্ত কোন এমন মহাপুরুষ?  জানতে চাইলেন সাংসদ সৌগত রায়। সে তো এখন সাসপেন্ড হয়ে গিয়েছে! পাশাপাশি এলাকার কাউন্সিলরদের উদ্দেশেও সাংসদ বলেন, আমাদের মানুষ নির্বাচন করে এই পদে বসিয়েছে মানুষের কাজ করার জন্য। তাই পুরপিতারা নিজেরা অন্যান্য আলোচনায় ব্যস্ত না থেকে পুর পরিষেবা মানুষ কী করে পেতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন, বলে সাফ জানিয়ে দিলেন সাংসদ সৌগত রায়।

Free Access

Related Articles