কলকাতা
Big Breaking: খাস কলকাতায় বাবার হাতে খুন ছেলে! বাবার খোঁজে পুলিশ
Son killed by his father in Kolkata!

The Truth of Bengal: ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। এবার উল্টো ঘটনা। বাবার হাতে খুন ছেলে! বেনিয়াপুকুরে এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ছেলের নাম রোশন থাপা। অভিযুক্ত বাবার নাম রমেশ থাপা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বাবার সঙ্গে অশান্তি হয় ছেলের। সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। ছেলে মাদকাসক্ত– এমন সন্দেহে প্রায়ই বাবার সঙ্গে ঝামেলা হতো ছেলের।
মঙ্গলবার রাতে সেই ঝামেলা চরম আকার নেয়। ছেলেকে ঝারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বাবা। এলাকার লোকজন ছুটে এসে চিত্তরঞ্জন হাসপাতালের নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে পলাতক বাবা রমেশ থাপা। ঘটনার তদন্ত শুরু করছে বেনিয়াপুকুর থানার পুলিশ। অভিযুক্ত বাবার খোঁজে তল্লাশি চলছে।