কলকাতা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক, সমাধানসূত্রের আশায় চাকরিপ্রার্থীরা

Slst agitator and bratya basu meeting

The Truth of Bengal: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি চাকরিপ্রার্থীরা। দ্রুত কোনও সমাধান সূত্র বের হবে বলে বৈঠক শেষে আশাপ্রকাশ করেছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন বিশেষ পদ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ পদ তৈরির জন্য শিক্ষা দফতর সেই চেষ্টা করছে। প্যানেল প্রকাশের পর ১ বছর পার করলেও আগেও নিয়োগ হয়েছে। সরকার চেষ্টা করছে। আগামী ১০ দিনের মধ্যে শিক্ষা দফতর, কমিশন রিপোর্ট পাঠাবে। ফের ডিসেম্বর মাসে আবার তাঁদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার বিকেল আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সরকারের সঙ্গে চাকরিপ্রার্থীদের আলোচনা ইতিবাচক হয়েছে। চাকরিপ্রার্থীদের কথা শুনে সদার্থক পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। ৫ হাজার ৭৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে সরকারের কী আইন আছে, তা দেখার জন্য আইন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

১ হাজার দিনের বেশি সময় ধরে গান্ধিমূর্তির সামনে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। শনিবার এই ধর্নার হাজারতম দিনে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন এক আন্দোলকারী। সেদিন চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে পৌঁছে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁরই মধ্যস্থতায় সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles