সাতমহলা জমিদার বাড়ির অন্তঃপুরের গল্প শোনাতে দর্শকদের দৃষ্টিভঙ্গির ওপরই ছেড়ে দিচ্ছে সিংহী পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটি
Sinhi Park Sarvajan Durga Puja Committee

Truth of bengal, মৌ বসু: শারদোৎসবের জন্য দিন গুনছে বাঙালি। কলকাতার পুজোর ময়দান এখন সরগরম। আলোর বেণু বেজে ওঠা এখন শুধু কয়েক দিনের অপেক্ষা। শেষ মুহূর্তের তুলির টান দিতে ব্যস্ত দক্ষিণ কলকাতার সিংহী পার্ক সর্বজনীন পুজো কমিটির কর্মকর্তারা। ৮৩তম বছরে সিংহী পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটির থিম হল “সাতমহলার অন্তঃপুরে”। সামগ্রিক ভাবনার সঙ্গে উপযুক্ত আবহ তৈরির দায়িত্বে রয়েছেন পণ্ডিত সুভেন চট্টোপাধ্যায় আর সাবেকি প্রতিমা গড়ছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল।
সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন শিল্পী সুদীপ্ত মাইতি। শিল্পী সুদীপ্ত মাইতি সাতমহলা জমিদার বাড়ির অন্দরমহলের চিত্র বাঁশ আর বেতের কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। শিল্পীর কল্পনায় ধরা দেবে জমিদার বাড়ির নানান উত্থান পতনের কাহিনি। সাতমহলা জমিদার বাড়ির অন্দরমহলের কাহিনি কে কেমন ভাবে দেখবেন তা দর্শকদের দৃষ্টিভঙ্গির ওপরই ছেড়ে দিচ্ছেন পুজো কমিটির কর্তা অভিজিৎ মজুমদার।
থিম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “১৬ শতকে বাংলা সাহিত্যে আমরা অবিভক্ত বাংলায় জমিদারদের দুর্গাপুজো করার উল্লেখ পাই। তখনকার সমাজে দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন করতে আর্থিক সঙ্গতি ও স্বচ্ছলতার প্রয়োজন হত। তাই দুর্গাপুজো করতেন মূলত জমিদারদের মতো গ্রাম বাংলার বর্ধিষ্ণু বনেদি পরিবারের মানুষজনই। কালের বিবর্তনে দুর্গাপুজো বনেদি বাড়ির ভেতরে আবদ্ধ হয়ে পড়ে।
আমাদের এবছরের থিম হল ‘সাতমহলার অন্তঃপুরে’। জমিদার বাড়ির অন্দরমহলের কিছু মুহূর্তকে তুলে ধরছেন শিল্পী সুদীপ্ত মাইতি। আবহের দায়িত্বে রয়েছেন পণ্ডিত সুভেন চট্টোপাধ্যায়। সাবেকি প্রতিমা গড়ছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল।’ জমিদার বাড়ির অন্দরমহল মানেই কি শুধু ব্যাভিচার আর কলঙ্ক? জমিদার বাড়ি বললেই একদিকে যেমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আরামকেদারায় বসে গরগড়ায় তামাক সেবন করতে করতে জমিদারবাবুর নিঃস্ব গরিব কৃষকের খাজনা না দিতে পারার জন্য পিঠের চামড়া চাবুকের আঘাতে তুলে নেওয়ার নিদান।
তেমনই কতশত জমিদারমশাই আবার অনাথ কন্যাদের সুপাত্রে সম্প্রদান করেছেন। একদিকে জমিদার বাড়ির অন্দরমহলে যেমন গুমরে চাপা রয়েছে কত গৃহকর্ত্রীর অপমানিত বিনিদ্র রজনীযাপনের অব্যক্ত কষ্টের কাহিনি তেমনই কত গৃহকর্ত্রী এই জমিদার বাড়ির অন্তঃপুরেই নিজের গয়না পরিয়ে দিয়েছেন কোনো দাসীকে। জমিদার বাড়ির ঘোরানো সিঁড়ি যেমন কত ব্যর্থ প্রেমের সাক্ষী থেকেছে তেমনই চিক ঘেরা বারান্দায় প্রাণ পেয়েছে কত নতুন প্রেমজ সম্পর্ক। সিংহী পার্কের পুজোয় এভাবেই জমিদার বাড়ির অন্দরমহলের নানান কাহিনি তুলে ধরা হবে।