কলকাতা

রেশন দুর্নীতি-কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বাকিবুরের উত্থান কিভাবে?

Bakibur Rahaman

The Truth of Bengal: বাকিবুর রহমান। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া এই বাকিবুর এখন রাজ্য রাজ্যনীতিতে সবচেয়ে আলোচ্য নাম। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমান সম্পর্কে প্রতিদিন নানা চমকপ্রদ তথ্য সামনে আসছে। রাজ্য ও দেশ ছাড়িয়ে বিদেশেও তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলছে। কী করে উত্থান এই বাকিবুরের? তাঁর মামার একটি রাইস মিল ছিল। সেই মিলে সামান্য কর্মী হিসেবে কাজ শুরু। পরে সেই মিলের মালিক হয়ে যান বাকিবুর। বাকিবুরের উত্থান শুরু এখান থেকেই। এরপর বাম আমলে খাদ্য দফতরে এন্ট্রি নেন। সম্পর্ক গড়েন তৎকালীন এক খাদ্যমন্ত্রীর সঙ্গে। ব্যস, তারপর থেকে রকেটের গতিতে বাড়তে থাকে বাকিবুরের সম্পত্তি। রেশন দুর্নীতির এই পাকা খেলোয়াড়ের মৌরুসিপাট্টা শুরু হয়েছিল বাম আমল থেকেই। যা অব্যাহত ছিল বর্তমান আমল পর্যন্ত।

কী ভাবে উত্থান রেশন দুর্নীতির এই কিংপিং-এর? মামার রাইস মিলের সামান্য কর্মী ছিলেন বাকিবুর। বাম আমলের এক প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দহরম মহরম সম্পর্ক। প্রয়াত সেই মন্ত্রীকে নাকি একটি কিডনি দিয়েছিলেন বাকিবুর। রেশন দফতরের দুর্নীতির চোরাগলিতে ঢুকে বুঝে নেন কোন পথে কামানো যাবে কোটি কোটি টাকা। আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে যেতেই কোটি থেকে কোটি কোটিপতি হয়ে ওঠেন। সরকারের কাছ থেকে ধান নিয়ে চাল বানিয়ে রেশনে পাঠাতেন বাকিবুর। ক্ষমতার থেকে সরকারের কাছ থেকে বেশি ধান নিতেন। আর সেই ধান থেকে পাওয়া চাল খোলা বাজারে বেশি দামে বেচে দিতেন।

বদলে বাজার থেকে কম দামি নিম্নমানের চাল কিনে সরকারকে দিতেন। এই ভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন বাকিবুর। সেখান থেকে গড়ে তোলেন নিজের দুর্নীতির সাম্রাজ্য। বাম আমলে রেশন দুর্নীতিতে হাতেখড়ি হওয়া বাকিবুরের জার্নি অব্যাহত ছিল পালাবদলের সরকারেও। ২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সখ্য গড়ে তুলতে বেশি সময় নেননি বাকিবুর। বাকিবুরের দুর্নীতির অশ্বমেধের ঘোড়া এখন থেমে গিয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ফাঁদে একদিন পড়তেই হয়। এখন সেই ফাঁদে পড়েছেন বাকিবুর।

 

 

Related Articles