কলকাতারাজনীতি

ভুয়ো রেশন কার্ডের দুর্নীতির শিকড় আছে বাম আমল থেকে!

Ration Scam in west bengal

The Truth of Bengal: রেশন দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তের সূত্রে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই দুর্নীতির উৎস খোঁজার চেষ্টা করছে ইডি। তদন্তে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো রেশন কার্ড তৈরি করে চলত এই দুর্নীতি। আর ভুয়ো রেশন কার্ডের শিকড় আছে আগের বাম আমলে। বাম আমলে কত ভুয়ো কার্ড তৈরি হয়েছিল, সেটা এবার আলাদা করার প্রক্রিয়া চলছে।

বর্তমান সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হলেও রেশন দুর্নীতির উৎস আগের বাম আমল। অন্তত ইডি তদন্তে এখনও পর্যন্ত এমনটাই উঠে এসেছে। সিপিএম আমলেই শুরু হয়েছিল ভুয়ো রেশন কার্ডের রমরমা। আর সেই ভুয়ো রেশন কার্ড সামনে রেখে চলত দুর্নীতি। রেশন দুর্নীতির তদন্তে এমন তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যে নতুন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর জানতে পারে রেশন দফতরে আছে দুর্নীতির ঘুঘুর বাসা। প্রথমেই সেই দুর্নীতি উপড়ে ফেলার চেষ্টা হয়। রাজ্যে প্রচুর ভুয়ো রেশন কার্ড চালু আছে জানতে পেরে সরকার উদ্যোগ নেয় রেশন গ্রাহকের বায়োমেট্রিক চালু করার। তারপর এই ভুয়ো কার্ডের বিষয়টি সামনে আসে। শুরু হয় প্রশাসনিক পদক্ষেপ। বাদ যায় প্রচুর ভুয়ো রেশন কার্ড। যা কিছু দুর্নীতি হয়েছে, তা সবই হয়েছে ভুয়ো রেশন কার্ডকে সামনে রেখে।

তদন্তে ইডি অফিসাররা জানতে পেরেছেন, যাবতীয় রহস্য লুকিয়ে আছে ভুয়ো রেশন কার্ডের মধ্যেই। এই কার্ডের মাধ্যমে বিপুল পরিমাণ চাল, গম তোলা হয়েছে বলে দেখানো হয় খাতায়-কলমে। সেই সামগ্রী চলে যায় খোলা বাজারে। এই চক্রে মিল মালিক, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের একটা বড় অংশ যুক্ত ছিলেন। ইডি আরও জানতে পেরেছে, বাম আমলে বিপুল পরিমাণ রেশন কার্ড তৈরি হয়েছিল। তার মধ্যে প্রচুর ভুয়ো কার্ড ছিল। যে গ্রাহকের কোনও অস্তিত্ব ছিল না। অথচ সেই কার্ডে দিনের পর দিন রেশন সামগ্রী তোলা হয়েছে। বাম সরকারের আমলের এই অনিয়ম চালু ছিল নতুন সরকারের আমলেও। তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে সেই শিকড় আরও বিস্তৃত হয় বলে জানতে পেরেছে ইডি। তাই দুর্নীতির তদন্তে এখন ইডি জানতে চাইছে বাম আমলে কতগুলি ভুয়ো রেশনকার্ড তৈরি হয়েছিল।

Free Access

Related Articles