কলকাতা

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, পারদ চড়বে দক্ষিণবঙ্গে

Rain likely in North Bengal, mercury to soar in South Bengal

Truth Of Bengal : চলছে বসন্তের আমেজ। শহর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ চুটিয়ে বসন্তের এই আমেজ অনুভব করলেও উত্তরের মানুষ তা পারছেনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল উত্তরবঙ্গে ২৭ এবং ২৮ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই মতোই উত্তরের আকাশের মুখভারের চিত্র দেখা গেল আজ। হাওয়া অফিস জানিয়েছিল দার্জিলিং এবং কালিম্পং – এ রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে পারদ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার নয় বৃষ্টি চলবে উত্তর দিনাজপুরের একাধিক অঞ্চলে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের জেলা গুলিতে খুব একটা হেরফের ঘটবে না তাপমাত্রায়। তবে ঠিক ২ দিনের পর থেকেই তাপমাত্রা আরও বাড়বে শহরে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। একদিনেই বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রির নীচে। যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আর সেই পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ এগিয়ে আসছে পূর্বদিকে। এছাড়াও মরু রাজ্য রাজস্থানের উপরেও রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত যে কারণে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Related Articles