কলকাতারাজ্যের খবর

“জীবন নিয়ে না, খেলনা নিয়ে খেলুন!”-পশ্চিমবঙ্গ পুলিশের নতুন প্রচার! দেখুন সেই ভিডিও

The Truth Of Bengal: বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনা! তা রুখতেই জোর কদমে প্রচারে নামলেন এবার পশ্চিমবঙ্গ পুলিশ। অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়াকে। মঙ্গলবার তাঁরা ফেসবুকে একটি ভিডিও সেরে করে লেখেন,”জীবন নিয়ে না, খেলনা নিয়ে খেলুন!” যা কার্যত ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন একটি পোস্ট শেয়ার করা হয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া শাখায়। সেখানে দেখা যায় এক যুবক দুরন্ত গতিতে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছেন এবং সেই সময়েই পেছন থেকে কেউ একজন যুবকের সেই ভিডিওটি করে নিয়েছিলেন চট করে। পরে ভিডিওতে দেখা যায় হঠাৎই টাল সামলাতে না পেরে, পরে যান সেই যুবক এবং বাইক সমেত রাস্তায় গড়াতে থাকেন। পরে যদিও রাস্তায় উঠে দাঁড়িয়ে দেখতে থাকেন তার দু-চাকার যান’কে। এদিন বড় জোর বেঁচে যান যুবক তা বলাইবাহুল্য। তবে সেই সময় পেছন থেকে যদি কোনও গাড়ি আসতো তবে এর কি মর্মান্তিক পরিণতি হতে পারত তা কিছুটা হলেও কল্পনা করা যায়।

তবে যুবকের পরিচয় কিংবা যুবকের বর্তমান শারীরিক অবস্থা কেমন আছে, সে কথা না জানা গেলেও। সচেতনতা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এই অভিনব প্রচারকে সমর্থন করছেন অনেকেই। যদিও একদল ভিডিওতে ‘সঠিক গান’ নির্বাচন করা হয়েছে বলেও মন্তব্য করছিলেন, কিছুটা ঠাট্টা’র সুরেই।

Related Articles