কলকাতা

সিনেমা নয় বাস্তবের বীর-জারা, প্রেমিককে টানে কলকাতায় পাক তরুণী

Pak girl in Calcutta attracts boyfriend

The Truth of Bengal: মনে আছে এই গানটির সিনেমার কথা? মনে আছে বীর আর জারার প্রেমের কথা? দুটি দেশের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে কী ভাবে মিলে গিয়েছিল দুটি হৃদয়, তা দেখানো হয়েছিল এই সিনেমায়। শাহরুখ ও প্রীতি জিন্টা অভিনীত এই ছবিতে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার সিনেমা নয়, বাস্তবে দেখা গেল বীর-জারার প্রেম। কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তানের করাচি থেকে সটান পার্ক সার্কাসে ছুটে এলেন পাক তরুণী জাওয়ারিয়া খানম। প্রেমিক শামীর খান পার্ক সার্কাসের বাসিন্দা। তার সঙ্গে প্রেমের সম্পর্ক পাঁচ বছরের। সেই প্রেম এবার পরিণতি পেতে চলেছে। মাত্র ৪৫ দিনের ভিসা পেয়েছেন ওই পাকিস্তানি তরুণী।

আগামী জানুয়ারিতে কলকাতায় শামীরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার কথা জাওয়ারিয়ার। গত মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন ওই তরুণী। সেখানে আগে থেকেই হাজির ছিলেন শামীর ও তাঁর পরিবারের সদস্যরা। জাওয়ারিয়ারকে দেখে আপ্লুত হয়ে পড়েন সবাই। ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা দিয়ে বিদেশিনী প্রেমিকাকে বরণ করেন শামীর। সেখান থেকে চলে এসেছেন কলকাতায়। জানুয়ারিতে বিয়ের পরে নতুন কনের ভিসার সময় আরও বাড়ানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শামীর ও জাওয়ারিয়া।

ভারতও নিজের প্রেমিক সম্পর্কে নিজের মুগ্ধতার কথা ঝড়ে পড়ল জাওয়ারিয়ার গলায়। ভারত-পাক সীমান্তের কাঁটাতারকে উপেক্ষা করে গড়ে ওঠা প্রেমকাহিনি নিয়ে অনেক সিনেমা হয়েছে। বীরজারা, হেনা, গদর যার অন্যতম। অনেক ঝঞ্ঝাট শেষে দুটি হৃদয়কে শেষপর্যন্ত এক করা হয় সিনেমায়। শামীর আর জাওয়ারিয়া প্রেমের কাহিনিও অনেকটা সিনেমার মতো। এবার নতুন জীবন শুরু। ‘ও ক্যাহতে হ্যায় এ তেরা দেশ নেহি, ফির কিউ মেরে দেশ য্যায়সা লাগতে হ্যায়? ও ক্যাহতে হ্যায় মে উস য্যাইসা নেহি, ফির কিউ মুঝ য্যাইসা ও লাগতা হ্যায়’? বিদেশিনী বাগদত্তা জাওয়ারিয়া খানম সম্পর্কে বোধহয় এখন শাহরুখের মুখের সেই সংলাপ বলে যাচ্ছেন কলকাতার যুবক শামীর।

Related Articles