চিকিৎসকদের সঙ্গে বৈঠক, আরজিকর ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
Meeting with doctors, CM expresses support for family of victim in AJK incident

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের মেগা বৈঠক অনুষ্ঠিত হল ধনধান্য অডিটোরিয়ামে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা পর্ব শুরু হওয়ার আগেই আরজিকর ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিলেন।
চিকিৎসকদের সঙ্গে বৈঠক, আরজিকর ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর pic.twitter.com/IKoTS98Bar
— TOB DIGITAL (@DigitalTob) February 24, 2025
সেই সঙ্গে ওই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন। আবারও একবার অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। একই সাথে অপরাজিতা বিল রাজ্য সরকার পাস করেছে বলে তিনি জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে কেন স্বাস্থ্য দফতর রেখেছেন সে বিষয়ে তিনি বললেন, এটি একটি বৃহত্তর ভাবনা যেখানে যেকোনো সময় সাধারণ মানুষের স্বাস্থ্যপরিসেবার পাশাপাশি আরও একাধিক বিষয় থাকে। যেগুলি খুবই স্পর্শকাতর।
বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এখন সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বললে স্বাস্থ্য সাথী কার্ড-এর মাধ্যমে ৯ কোটি পরিবার উপকৃত হয়েছেন। ৪২ টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে রাজ্য সরকার। রাজ্যে একাধিক মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করা হয়েছে।
সরকারি হাসপাতালে ৪০ হাজার বেড বেড়েছে।১৪ হাজার সরকারি ডাক্তার বেরিয়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। প্যারামেডিক্যাল স্টাফ এবং নার্স-এর সংখ্যা আগে থেকে অনেক বেড়েছে। রাজ্যে এমবিবিএস-এর সিট বেড়েছে ৪৩৪৫টি নার্সিং বেড়েছে ২৬০০০। রিক্রুটমেন্ট থমকে আছে কারণ ওবিসি রিজার্ভেশন নিয়ে। যক্ষা কলেরা ম্যালেরিয়াতে কালাজ্বরের চিকিৎসায় টিকা করনের দিক থেকে বাংলা ১ নম্বরে।