পরিবেশ দিবস উৎসবে সামিল মেয়র,পরিবেশ রক্ষায় আহ্বান নতুন প্রজন্মকে
Mayor participates in Environment Day festival

The Truth of Bengal: ৫ ই জুন গোটা দেশ জুড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন পরিবেশ বাঁচাও উৎসবে সামিল হতে দেখা গেল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। চেতলা সেন্ট্রাল পার্কে বেলা ১২ টা নাগাদ ছিল এই পরিবেশ বাঁচাও অনুষ্ঠান। পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর ডাক দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আজ ৫ই জুন। প্রতিবছর এই দিনে আন্তর্জাতিক ভাবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘our land our future. We are generation restoratio’। ১৯৭২ সালে প্রথম জাতিসংঘ পালন করে বিশ্ব পরিবেশ দিবস। এর পর থেকেই প্রতিবছর ৫ জুন পালন করা হয় এই দিনটি। এই বিশেষ দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ বাঁচানোর জন্য আহ্বান জানিয়েছেন।
কেবল মুখ্যমন্ত্রী নন, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে চেতলা সেন্ট্রাল পার্কে বেলা ১২ টা নাগাদ সামিল হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবলীনা বিশ্বাস সহ আরও অনেকে। এদিন মেয়রের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়েছিল চেতলা গার্লস ও নিউ আলিপুর মাল্টি পার্পাস স্কুলের কচিকাচা থেকে শুরু করে তাদের অভিভাবকরা। মেয়র বলেন দিন দিন যে হারে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়ছে তাঁর অন্যতম কারণ মানব প্রজাতির পরিবেশ ধ্বংস করা’।
এই ধ্বংসের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে মেয়র ফিরহাদ হাকিম নতুন প্রজন্মকে ডাক দিয়েছেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, হিমবাহ গলনের দৃশ্য দেখা গেছে দেশ তথা বিদেশের মাটিতেও, বাড়ছে তাপমাত্রার পারদ, যে কারণে রাজ্যে একাধিক জায়গায় চলতি বছর পারদ ৪৫ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। শুধু রাজ্য নয়, দেশের অবস্থা আরও খারাপ, দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে গরমের জেরে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার মোক্ষম উপায় গাছ লাগানো। সেই বার্তা দিতেই কলকাতা পুরসভার এই বিশেষ উদ্যোগ।