কলকাতা

“একতাই শক্তি, …..আমাদের লড়াই জারি থাকবে”, সংহতি দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শনিবার সংহতি দিবসকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন।

Truth Of Bengal: শনিবার সংহতি দিবসকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। তিনি সকলকে বার্তা দিয়েছেন, “একতাই শক্তি”।

মুখ্যমন্ত্রীর এক্স পোস্টে লিখেছেন, “আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।”

সাম্প্রদায়ীক মিষ্টতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।”

সেই সঙ্গে তিনি বিরোধী দলকে নাম না করে স্পষ্ট জানান, “যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

Related Articles