প্রধানমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে লন্ডন সফর, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee says London visit will respect PM's wishes

Truth Of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে বিভ্রান্তিকর প্রচার চলছে। নানাভাবে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস মমতার এই সফর নিয়ে নানা রকমের সমালোচনা করছেন। বিরোধীদের এই নেতিবাচক রাজনীতির কড়া সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাকে সম্মান জানাতেই তার এই লন্ডন শহর।
প্রধানমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে লন্ডন সফর, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/q3B9sdZCOu
— TOB DIGITAL (@DigitalTob) March 20, 2025
নীতি আয়োগ-এর বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিনিয়োগ আনার জন্য সকলের বেশি বেশি যাওয়ার দরকার। তার সেই ইচ্ছেকে সম্মান জানাচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়েই তাঁর এই সফর। বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে নানা সমালোচনা করে চলেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রীর ইচ্ছের কথা।
প্রধানমন্ত্রী চান দেশে লগ্নী বাড়াতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিদেশ যাক। সেখানে তার দলেরই অন্যান্য নেতারা এই সফর নিয়ে সমালোচনা করছে। সাংবাদিক বৈঠক থেকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নীতি আয়োগ এর বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন বিনিয়োগের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া উচিত। ওনার কথায় সম্মান দিয়ে যাচ্ছি”।