সংসদে কেন কাগজ ছুড়েছিলেন, দীর্ঘ ২০ বছর পর কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee reveals why she threw paper in Parliament after 20 years

Truth Of Bengal: বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। সোমবার অধিবেশনে কাগজ ছিঁড়ে শিকারের উদ্দেশ্যে নারীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। বিধানসভার অধিবেশনে তাঁদের এই অভব্য আচরনের কারণে কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ফিরে ফিরে এসেছে ২০ বছর আগের একটি ঘটনা। সালটা ছিল ২০০৪।
সেই সময় সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলতে ছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল প্রতীকে নির্বাচিত এ রাজ্য থেকে একমাত্র সংসদ। একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে সংসদে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। সেই সময় রাজ্যে বামফ্রন্টের শাসনকাল। রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া অনেক অমানবিক ঘটনা সংসদে তুলে ধরতে চেষ্টা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলার সুযোগ পেতেন না তিনি। ২০০৪ সালে একবার সংসদ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুঁড়ে স্পিকারের উদ্দেশ্যে মেরেছিলেন।
শুভেন্দু অধিকারীর কাগজ ছোঁড়া নিয়ে সেই পুরনো প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। কেন সেই অধিবেশনে সংসদে কাগজ ছুড়েছিলেন? দীর্ঘ কুড়ি বছর পর তার জবাব দিলেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবটা দিলেন বিধানসভায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী বললেন, আমি কাগজ ছিড়ে ছুঁড়েছিলাম কারণ আমি সেই সময় একা ছিলাম। ৩৯ শতাংশ ভোট পেয়েও ২০০৪ সালে আমি একা ছিলাম।
তৃণমূল কংগ্রেসের হয়ে একা প্রতিনিধিত্ব করেছিলাম। বিজেপি, সিপিএম, কংগ্রেস আমাকে বলতে দিত না। তাই নিজের বক্তব্য পেশ করতে কাগজ ছুঁড়তে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিধানসভায় বিরোধীদের বলার সুযোগ দেওয়া হয়। ৫০ শতাংশ সময় দেওয়া হয় তাদের। তবুও তারা মিথ্যা কথা বলছে অপপ্রচার করছে।