মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা, ছিটকে নিচে পড়লেন আরোহী
Major accident in Ma Udalpool, the rider lost control and hit the guardrail, fell down

Truth Of Bengal : দুদিন যেতে না যেতেই ফের মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে বাইক। দুর্ঘটনায় ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে ছিটকে উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে গিয়েছেন আরোহী। ঘটনাটি বুধবার সকালে শহর কলকাতার। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, বুধবার সকাল আটটা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুজন আরোহী। সবকিছুই ঠিকঠাক ছিল তবে সায়েন্স সিটির কাছে বাইটি এসে নিয়ন্ত্রণ হারায়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। ঘটনায় চালক রক্ষা পেলেও উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান অপর আরোহী। এরপর গুরুতর আহত অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। কি কারনে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছেন পুলিশ।