সাম্প্রদায়িক সরকার হটানোর ডাক,মমতার লড়াইকে কুর্নিস অখিলেশের
Kurnis Akhilesh's fight for compassion

The Truth of Bengal: দেশের বৃহত্তম রাজ্যে বিজেপি জোর ধাক্কা খেয়েছে। তাই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে একুশের মঞ্চে হাজির করে আলাদা ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অখিলেশ মমতার দেখানো পথেই দেশে বিজেপিকে রোখার কথা তুলে ধরেন।বুঝিয়ে দেন,তৃণমূলের লড়াকু কর্মীরা যেভাবে জীবন দিতে তৈরি থাকে তা দেশের বিরোধী শিবিরের কাছে শিক্ষণীয় বিষয়।
একুশের শহিদ মঞ্চে অতিথি হয়ে হাজির ছিলেন অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের শরিক নেতা অখিলেশের হাতে হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়,বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চোয়াল আরও শক্ত করার অঙ্গীকার করেন। সেই অনুযায়ী, সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক রসায়ন গোটা দেশের সামনে উঠে এল আরও একবার। রবিবার শহিদ স্মরণের ঐতিহাসিক মঞ্চে বিরোধী শিবিরের দুই বড় শরিক দল যে আগামী দিনে হাত ধরাধরি করেই চলবে, একুশের মঞ্চ থেকে ভালো করে বুঝিয়ে দেন অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে লক্ষ্ণৌ থেকে একুশের সভায় যোগ দেন অখিলেশ। বিমানবন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ি যান তিনি। সেখান থেকে সভাস্থলে যান দুজনে একসঙ্গে। মমতার লড়াইকে কুর্নিশ করে অখিলেশ বলেন, “এমন নেতা বড় কম পাওয়া যায়, যারা জীবন বাজি রেখে লড়াই করেন। দিদি সেই লড়াই লড়েছেন। যারা দিদির সঙ্গে শুরুর দিকে লড়েছেন, আজও তাঁর সঙ্গে লড়ছেন, তাঁদের ধন্যবাদ। আজকের লড়াই কঠিন। সাম্প্রদায়িক শক্তি ষড়যন্ত্র করছে। তবে সেই যড়যন্ত্রকারীরা দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ভাঙা পায়েও দলের জন্য লড়াই করেছেন দিদি।দিল্লির প্ররোচনায় সাম্প্রদায়িক রাজনীতির বাড়বাড়ন্ত।ভীতুরা ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রকারীরা কখনও জিততে পারেন না।দিল্লিতে অতিথি সরকার চলছে। দিল্লির সরকার থাকবে না, পড়বেই। জনতা জাগলে মিথ্যে প্রচার নসাত্ হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিরোধীদের একজোট হতে হবে। বাংলা উত্তরপ্রদেশ বিজেপিকে হঠিয়েছে। মানুষের জন্য কাজ করা বিজেপির কোনও দিন উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন অখিলেশ যাদব।