মঙ্গলবার শপথ নেবেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমনি অধিকারি, সুপ্তি পান্ডে ও মধুপর্না ঠাকুর
Krishna Kalyani, Mukutamani Adhikari, Supti Pandey and Madhuparna Thakur will take oath on Tuesday.

The Truth Of Bengal : মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করতে চলেছেন চার নবনির্বাচিত সদস্য। রায়গঞ্জ থেকে নির্বাচিত সদস্য কৃষ্ণ কল্যানী, রানাঘাট দক্ষিণ থেকে নির্বাচিত সদস্য মুকুটমনি অধিকারী, বাগদা থেকে নির্বাচিত সদস্য মধুপর্না ঠাকুর ও মানিকতলা থেকে নির্বাচিত সদস্য সুপ্তি পান্ডে শপথ গ্রহণ করবেন। সোমবার রাজ্য বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিধানসভার আইন মেনেই তাদের শপথবাক্য পাঠ করানো হবে। রাজ্যপাল চিঠির কোন জবাব দেননি বলে জানিয়েছেন তিনি। বিধানসভার নিয়ম অনুযায়ী অধিবেশন চলাকালীন নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই নিয়ম মেনে এই নবনির্বাচিত চার সদস্যের শপথগ্রহণ হবে। এই নিয়মে এর আগে দুই সদস্যের শপথ গ্রহণ হয়। বরানগর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সদস্য রকরেন রেয়াত হোসেন সরকার এই নিয়ম অনুযায়ী শপথবাক্য পাঠ করেন। সেই একই নিয়মে শপথবাক্য পাঠ করবেন নবনির্বাচিত চার সদস্য।
- মঙ্গলবার শপথ নিতে চলেছেন নবনির্বাচিত চার সদস্য
- রাজ্যপাল ছাড়াই হতে চলেছে শপথ গ্রহণ
- অধিবেশন কক্ষে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
- বিধানসভার নিয়ম মেনেই হবে শপথ গ্রহণ
- শপথগ্রহণ করবেন রায়গঞ্জ থেকে নির্বাচিত সদস্য কৃষ্ণ কল্যাণী
- শপথগ্রহণ করবেন রানাঘাট দক্ষিণ থেকে নির্বাচিত সদস্য মুকুটমনি অধিকারী
- শপথগ্রহণ করবেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য মধুপর্না ঠাকুর
- বিধানসভায় শপথগ্রহণ করবেন মানিকতলার নবনির্বাচিত সদস্য সুপ্তি পান্ডে
- বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত