কালীপুজো, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?
Truth Of Bengal: রবিবার সকাল থেকেই আকাশ ঝকঝকে পরিস্কার। রোদের দেখা পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর বৃষ্টির কথা জানালেও সেভাবে বৃষ্টি হয়নি এদিন। রাজ্যবাসীর প্রশ্ন, কালীপুজোর ভাইফোটাতেও কী বৃষ্টি হবে (West Bengal Weather)? সে বিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস নেই।
আরও পড়ুনঃ বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে স্মৃতি!
মৌসুমি বায়ুর প্রকোপ কাটতেই ঢুকতে শুরু করেছে উত্তরের ঠান্ডা হাওয়া। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে। কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। (West Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে, দক্ষিণে যেরকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। (West Bengal Weather)
প্রসঙ্গত, উৎসবের মরশুম বৃষ্টি না হলেও মাসের শেষে আবারও নিম্নচাপ তৈরী হতে পারে। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা ২৪ অক্টোবর। -পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে শক্তিশালী হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে। নিম্নচাপের কারণে ২৪ অক্টোবর অর্থাৎ মাসের শেষে থেকে বৃষ্টি হতে পারে। (West Bengal Weather)






