ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ পর্বে সুড়ঙ্গ বিপর্যয়ে ঘর ছাড়তে হয়েছিল, ২৮ টি বাড়ি নির্মাণ করবে মেট্রো কর্তৃপক্ষ
Metro Authority to construct 28 houses

The Truth Of Bengal : মেট্রোর কাজ চলার সময় বিপর্যয় নেমেছিল। ভেঙে পড়েছিল একাধিক বাড়ি। অনেক বাড়িতে দেখা দিয়েছিল ফাটল। রাতারাতি ঘরছাড়া হতে হয়েছিল বহু মানুষকে। অবশেষে বউবাজার অঞ্চলে ক্ষতিগ্রস্ত ২৮টি বাড়ির নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী রবিবার। বাড়িগুলি সম্পরন ভেঙে ফেলার পর ভূমিপুজো করে বাড়িগুলি নির্মাণের কাজ হতে চলেছে। এই ২৮টি পরিবার বর্তমানে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করছে। দুর্গাপিতুরি ও শ্যাকরাপাড়া লেনের ২৮টি বাড়ি নির্মাণের জন্য ভূমিপূজো করা হবে আগামী রবিবার। তারপর কাজ শুরু হবে।
উল্লেখ্য ২০১৯ সালের ৩১ আগস্ট বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ পর্বে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘরছাড়া হয়েছিল প্রায় ২০০ পরিবার। সেই বিপত্তির কারণে ভেঙে পড়া ২৮টি বাড়ি মেট্রো কর্তৃপক্ষ পুনর্নির্মাণ করার কাজ শুরু করতে চলেছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সম্মতিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে নকশার অনুমোদনের কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার নতুন করে বাড়ি তৈরি হওয়ার পথে।
মেট্রোর কাজে সুড়ঙ্গে বিপর্যয় হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছিল বউবাজার এলাকায়। বাড়ি ভেঙে পড়ার কারণে শুধু ঘরছাড়া হতে হয়েছিল তাই নয়, এই এলাকায় যে সোনার কাজ হতো সেই কাজ বন্ধ হয়ে যায়। রুটিরুজি হারায় বহু মানুষ। বিপজ্জনক বাড়ি ছেড়ে যারা অন্যত্র বাস করছিলেন, তাঁরা এবার পেতে চলেছেন নতুন বাড়ি। মেট্রোর সঙ্গে কথা বলে তাঁদের সেই বাড়ি পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করে করে পুর প্রশাসন। এবার কাজ শুরু অপেক্ষা।
FREE ACCESS