ফের শহর কলকাতার বুকে আগুন, চাঞ্চল্য এলাকায়
Fire breaks out in Kolkata again, sensational areas

Truth Of Bengal: শিয়ালদা স্টেশন লাগোয়া দোকানে আগুন। বিকেল ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। এরপর ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। সূত্রের খবর, শিয়ালদা স্টেশনে এক নামী চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে।
ফের শহর কলকাতার বুকে আগুন, চাঞ্চল্য এলাকায় pic.twitter.com/sT9Dzrrink
— TOB DIGITAL (@DigitalTob) January 11, 2025
এই আগুনের জেরে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। এরপর দমকলকর্মীরা সেখানে পৌঁছালে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।জানা যাচ্ছে, সেখানে দাহ্য পদার্থ দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে,প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন আনা হতে পারে। এই আগুনের কারণে ফুড কোর্টের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তবে এখনও পর্যন্ত খবর মিলেছে ওই আগুনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।