ফের শহর কলকাতায় আগুন! বেকবাগানের কাছে বহুতলে বিধ্বংসী আগুন
Fire breaks out in Kolkata again! Devastating fire in multi-storey building near Bek Bagan

Truth Of Bengal: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আগ্নিকান্ডের ঘটনা এখন জলভাত। বড়বাজারে কয়েকদিন আগেই ঘটে গেলো ভয়ানক অগ্নিকান্ড । এরপর মুখ্যমন্ত্রী বারবার রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছে। কিন্তু তাও হুশ ফেরেনি। আবারও আগুন লাগলো ২২৪ এজেসি বোস রোড বেকবাগানের কাছে বহুতলে আগুন। দাউদাউ করে জ্বলছে বহুতলের একাংশ। দমকল আধিকারিকদের আনুমান এসি থেকেই আগুন লেগেছে। লেলিহান শিখার গ্রাসে গোটা একটি ফ্লোর।
বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮ টি ইঞ্জিন। বাইরের অংশে এই আগুন বেরিয়ে আসে। গোটা এলাকা ঢাকছে কাল ধোঁয়ায়। এই বহুতলের ভিতরে কেউ আটকে কাছে কি না তা খতয়ে দেখার চেষ্টা হচ্ছে দ্রুত গতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বহু কর্মীদের উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফরেন্সিক বিশেসজ্ঞরা খতিয়ে দেখবেন এই ভয়াবহ আগুনের কারণ। আসছে বিস্তারিত।